হাকিমিকে চান গার্দিওলা, হাকিমির চোখ রিয়ালে
নাটকীয় কিছু না ঘটলে কাইল ওয়াকারের বায়ার্ন মিউনিখে চলে যাওয়া নিশ্চিত। ৩৩ বছর বয়সী এই ইংলিশ রাইটব্যাকের জায়গায় একজন শক্তিমান বিকল্প খুঁজছে ম্যানচেস্টার সিটি। এ ক্ষেত্রে পিএসজির আশরাফ হাকিমিকে পছন্দ পেপ গার্দিওলার। তবে ২৪ বছর বয়সী এই মরোক্কান তারকার এজেন্ট বলছেন, রিয়াল মাদ্রিদ আগ্রহী থাকলে বার্নাব্যুতেই যেতে চান হাকিমি।
হাকিমিকে নিয়ে দুই ধরনের দুটি খবর দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম। মাদ্রিদভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার খবরে বলা হয়, রক্ষণে ওয়াকারের বদলি হিসেবে হাকিমিকে চান গার্দিওলা। এ জন্য ম্যানচেস্টার সিটি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নাকি উদ্যোগ নেওয়ার জন্যও বলেছেন।
হাকিমির সিনিয়র ফুটবলে শুরুটা হয়েছিল রিয়াল মাদ্রিদে। ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই ২০১৭ সালে চ্যাম্পিয়নস লিগে দুটি ম্যাচও খেলেছিলেন। তবে রিয়ালের হয়ে তাঁর বেশি দিন খেলা হয়নি। মাদ্রিদের ক্লাবটি তাঁকে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডে দুই বছরের জন্য ধারে পাঠিয়ে দেয়। হাকিমি বরুসিয়াতে থাকতেই তাঁকে ম্যানচেস্টারে নিয়ে আসার কথা উঠেছিল। তবে সে যাত্রায় বিষয়টি বেশি দূর গড়ায়নি। ডর্টমুন্ডে দুই বছর পার করে ইতালির ইন্টার মিলানে যান হাকিমি। সেখানে এক বছর কাটিয়ে ২০২১ সালের জুলাইয়ে যোগ দেন পিএসজিতে।
ফরাসি ক্লাবটির সঙ্গে হাকিমির চুক্তি আছে ২০২৬ পর্যন্ত। তবে ইউরোপীয় মঞ্চে সাফল্য না পাওয়ার সূত্রে পিএসজির ভেতরে অস্থিরতা আছে, তাতে প্যারিসে খুব একটা স্বস্তিতে নেই হাকিমি। দলে তাঁর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত কিলিয়াম এমবাপ্পে। চলতি মৌসুমে পিএসজি তাঁকে রিয়ালের কাছে বিক্রি করে দিতে পারে বলে সম্ভাবনা আছে।
পাশাপাশি রিয়ালের জার্সিতে খেলার ইচ্ছা এবং সেই সঙ্গে যেখানে বড় হয়ে উঠেছেন, সেই স্পেনে আবার বসবাসের সম্ভাবনাও হাকিমিকে রিয়ালের দিকে টানছে।
কাতালুনিয়াভিত্তিক দৈনিক এএসকে হাকিমির এজেন্ট আলেহান্দ্রো কামানো জানান, রিয়াল মাদ্রিদ থেকে আগ্রহ দেখালে তাঁরা সাড়া দেবেন, ‘রিয়ালের যুব একাডেমির খেলোয়াড় হিসেবে মাদ্রিদ তাঁর বাড়ি। এই ক্লাব তাঁর হৃদয়ে গেঁথে আছে। তবে এই মুহূর্তে তাঁর ভালোবাসার জায়গা যেখানে আছে সেটা। মাদ্রিদ যদি আশরাফকে চায়, আমরা সাড়া দেব। তাঁকে জিজ্ঞেস করলেই বুঝবেন, সে মাদ্রিদের ভক্ত।’