সরকার পতনের ঢেউ সিরিয়ার ফুটবলেও
মাত্র ১২ দিনের ঝড়ে সিরিয়ায় উড়ে গেছে বাশার আল–আসাদের সরকার। বিদ্রোহীদের হাতে পতন হয়েছে প্রেসিডেন্ট আসাদের ২৪ বছরের সাম্রাজ্যের। অভ্যুত্থানের ভেতর দিয়ে দীর্ঘদিন ধরে গেড়ে বসা ক্ষমতার উৎপাটন হলে যা হয়, সিরিয়াতেও তা–ই চলছে। পটপরিবর্তনের প্রভাব পড়ছে সব জায়গায়। এই প্রভাব থেকে বাদ পড়েনি দেশটির ফুটবলও।
রাষ্ট্রক্ষমতায় বদলের পর সিরিয়া জাতীয় ফুটবল দলের জার্সি ও লোগোর রং বদলে ফেলেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ)। এরই মধ্যে সিরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে নতুন রঙের লোগো পোস্ট করা হয়েছে।
এত দিন সিরিয়ার জার্সির মূল রং লাল থাকলেও এখন সেটি হয়েছে সবুজ। গতকাল থেকে এসএফএর অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের (ফেসবুক, এক্স) পোস্টগুলোতে লালের পরিবর্তে সবুজ রং ব্যবহার করা হচ্ছে।
এ ছাড়া সিরিয়া ফুটবল দলের খবরাখবর দেওয়া হয়, এমন একটি পেজে সবুজ জার্সি পরা খেলোয়াড়দের ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এটি সিরিয়ার খেলার জগতের প্রথম ঐতিহাসিক পরিবর্তনকে চিহ্নিত করছে, যা কিনা স্বজনপ্রীতি, পক্ষপাত এবং দুর্নীতিমুক্ত।’
এ পেজটি অবশ্য অফিশিয়াল নয় বলে উল্লেখ করা আছে। তবে অফিশিয়াল পেজে লোগো ও পোস্টে লাল রঙ বদলে যাওয়ায় জার্সিতেও একই পরিবর্তন আসাটা অনুমিতই।
আন্তর্জাতিক ফুটবলে সিরিয়ার দীর্ঘ ঐতিহ্য আছে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করে ১৯৩৬ সালে। এরপর নানা রাজনৈতিক উত্থান–পতনের মধ্যেও দেশটির ফুটবল এগিয়েছে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের ৯৫ নম্বরে থাকা দলটি সর্বশেষ ২০১২ সালে জিতেছিল পশ্চিম এশিয়া ফুটবল ফেডারেশন ট্রফি।