মেসির মায়ামির ১ ম্যাচে প্রয়োজন ২ পয়েন্ট

মায়ামিকে জেতানো গোলটি করে মেসির সঙ্গে কাম্পানার উদ্‌যাপনএএফপি

কী দারুণ এক বাঁকে এসে দাঁড়িয়ে লিওনেল মেসির ইন্টার মায়ামি!

মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুম শেষ হতে আর একটি ম্যাচ বাকি আছে। এমএলএসের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড ছুঁতে এই এক ম্যাচ থেকে লিওনেল মেসির মায়ামির প্রয়োজন ২ পয়েন্ট। যার মানে, রেকর্ড ছুঁতে ম্যাচটি জিততেই হবে। ম্যাচটি জিতলে ৩ পয়েন্ট পেয়ে কোনো ভাগাভাগি ছাড়াই রেকর্ডটি নিজেদের করে নেবে মায়ামি।

মেসি আজ মাঠে নেমেছেন বদলি হিসেবে
এএফপি

৭৩ পয়েন্ট নিয়ে এর আগে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি ছিল নিউ ইংল্যান্ড দলের, যেটা তারা গড়েছিল ২০২১ সালে। মায়ামি রেকর্ডের হাতছানির ম্যাচটি নিজেদের মাঠে ফ্লোরিডার সময় ১৯ অক্টোবর খেলবে সেই নিউ ইংল্যান্ড দলের বিপক্ষেই।

নিজেদের এমন অদ্ভুত বাঁকে নিয়ে যেতে মায়ামি আজ টরন্টো এফসির মাঠ থেকে জিতে এসেছে ১-০ গোলে। এই জয়ে মায়ামির পয়েন্ট হয়েছে ৩৩ ম্যাচে ৭১। আগেই প্লে-অফ আর সাপোর্টার্স শিল্ডের শিরোপা নিশ্চিত করা মায়ামি অবশ্য আজ মেসির ওপর নির্ভর করে জেতেনি।

আরও পড়ুন
মায়ামির খেলোয়াড়দের গোলের উচ্ছ্বাস
এএফপি

মেসি এই ম্যাচে শুরুর একাদশেও খেলেননি। মায়ামি ম্যাচের একমাত্র গোলটি অবশ্য পেয়েছে মেসি মাঠে নামার পরই। ৬১ মিনিটে মাঠে নেমেছেন আর্জেন্টাইন তারকা। আর মায়ামি গোল পেয়েছে যোগ করা সময়ের ৩ মিনিটে। গোলটিতে মেসি সহায়তাও করেননি।

মায়ামিকে জেতানো গোলটি করেছেন দলের ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানা। গোলটিতে সহায়তা করেছেন মেসির মতো আরেক বদলি খেলোয়াড় লুইস সুয়ারেজ। বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি ক্রস দিয়েছিলেন উরুগুইয়ান তারকা। সেটি ঊরু দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে অসাধারণ এক ভলিতে গোলটি করেন কাম্পানা।

আরও পড়ুন