হলান্ড দেখাচ্ছেন, হ্যাটট্রিক করা কত সহজ

তিন ম্যাচে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন হলান্ডএএফপি

স্ট্রাইকারদের জন্য গোল করা তুলনামূলক সহজ। কিন্তু হ্যাটট্রিক করা নিশ্চয়ই অত সহজ নয়! ২১ শতকে ক্যারিয়ারে ৬০টি হ্যাটট্রিক করতেই ক্রিস্টিয়ানো রোনালদোকে খেলতে হয়েছে ১,১৬১ ম্যাচ আর লিওনেল মেসিকে ৫৭ হ্যাটট্রিকের জন্য খেলতে হয়েছে ১,০৪০ ম্যাচ। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে হ্যাটট্রিক করা কতটা কঠিন। তবে একজন খেলোয়াড়ের জন্য কাজটা কঠিন কিছু নয় বলেই মনে হয়! তিনি আর্লিং হলান্ড।

গোল করাকে তো বটেই, হ্যাটট্রিক করাকেও যেন নৈমিত্তিক কাজ বানিয়ে ফেলেছেন হলান্ড। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচেই হলান্ড দুটি হ্যাটট্রিক করেছেন। প্রথম ম্যাচে এক গোল করা হলান্ড পরের দুই ম্যাচে গোল করলেন তিনটি করে। সর্বশেষ গতকাল রাতে ওয়েস্ট হামের বিপক্ষে ৩–১ গোলের জয়ে হ্যাটট্রিক করলেন হলান্ড। এর আগে প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচে দুই হ্যাটট্রিকের ঘটনা ঘটেছিল ১৯৯৪-৯৫ মৌসুমে। গোল করেছিলেন ব্র্যাডফোর্ডের পল জুয়েল।

আরও পড়ুন

ওয়েস্ট হামের বিপক্ষে করা এই হ্যাটট্রিক প্রিমিয়ার লিগে হলান্ডের অষ্টম। প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করায় হলান্ড উঠে এলেন যৌথভাবে চতুর্থ স্থানে। অর্থাৎ আরেকটি হ্যাটট্রিক হলান্ডকে নিয়ে আসবে যৌথভাবে তৃতীয় স্থানে।

যেখানে তাঁর অপেক্ষায় আছেন রবি ফাউলার। সবাইকে ছাড়িয়ে এই তালিকার শীর্ষে উঠতে হলান্ডের প্রয়োজন আর ‘মাত্র’ ৫টি হ্যাটট্রিক। প্রথম ৩ ম্যাচে ২ হ্যাটট্রিক করা হলান্ড যদি এই মৌসুমেই সের্হিও আগুয়েরোর সর্বোচ্চ ১২ হ্যাটট্রিক ছাড়িয়ে যান, সেটা কি খুব অবাক করার মতো কিছু হবে!

গোল করছেন হলান্ড
এএফপি

ওয়েস্ট হামের মাঠে হ্যাটট্রিক করে হ্যাটট্রিকের সম্মিলিত তালিকাতেও আরেকটু এগিয়ে গেলেন এই সিটি স্ট্রাইকার। ২৫১ ম্যাচে হলান্ডের হ্যাটট্রিক এখন ২৩ টি। এর ফলে ২১ শতকে হ্যাটট্রিকের তালিকায় হলান্ডের অবস্থান এখন ৫ নম্বরে। এ তালিকায় শীর্ষে দুইয়ে থাকা রোনালদো ও মেসির কথা তো আগেই বলা হয়েছে।

এ দুজন ছাড়া হলান্ডের ওপরে আছেন রবার্ট লেভানডফস্কি (৩২) ও সুয়ারেজ (২৯)। তবে ম্যাচ বিবেচনায় নিলে ২৪ বছর বয়সী হলান্ডের অবস্থান রীতিমতো অবিশ্বাস্য। বর্তমান ছন্দ ধরে রাখতে পারলে লেভা ও সুয়ারেজকে তো বটেই, হুমকিতে ফেলে দিতে পারেন রোনালদো ও মেসিকেও।

আরও পড়ুন

লিগে টানা দুই হ্যাটট্রিকের পর হলান্ড স্কাই স্পোর্টসকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘আমি খুবই ভালো এবং সতেজ অনুভব করছি। লম্বা একটা ছুটি কাটিয়েছি। প্রাক্-মৌসুমও ভালো ছিল। এখন আমি আরও বেশি কিছুর জন্য প্রস্তুত।’

প্রিমিয়ার লিগে সর্বোচ্চ হ্যাটট্রিক