ভারতে যাওয়ার আগে পাকিস্তান ফুটবল দল ‘সাপ্তাহিক ছুটির’ ফাঁদে
ভারতের বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে ২১ জুন। সেদিনই ভারতের বিপক্ষে ম্যাচ আছে পাকিস্তানের। তবে টুর্নামেন্ট শুরুর তিন দিন আগ পর্যন্ত ভারতে যাওয়ার ভিসাই পায়নি পাকিস্তান দল।
ভারতীয় গণমাধ্যম বলছে, পাকিস্তান দলের ভিসাপ্রাপ্তি ‘সাপ্তাহিক ছুটি’র ফাঁদে পড়েছে। তবে ভিসা পাওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।
পাকিস্তান ফুটবল দল সাফের প্রস্তুতি হিসেবে এখন মরিশাসে। সেখানে তারা একটি চার জাতি টুর্নামেন্টে অংশ নিয়েছে। মরিশাস, জিবুতি ও কেনিয়ার বিপক্ষে তিনটি ম্যাচেই হেরেছে দলটি। পাকিস্তান মরিশাস থেকেই ভারতের উদ্দেশে উড়াল দিতে চেয়েছিল। কিন্তু দেশটির ক্রীড়া পর্ষদ থেকে ছাড়পত্র দেরিতে এসে পৌঁছানোয় ভিসার জন্য সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারেননি দল-সংশ্লিষ্টরা।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা পিটিআইকে জানান, শনি ও রোববার মরিশাসে ভারতীয় দূতাবাস বন্ধ থাকায় ভিসা পায়নি পাকিস্তান দল। তবে সোমবার দূতাবাস খুললেই পাকিস্তান দল ভিসা পেয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সে ক্ষেত্রে তারা সোমবার রাতে অথবা মঙ্গলবার সকালে ভারতে পৌঁছতে পারবে।
ভিসা পেতে দেরি হওয়ায় পাকিস্তান ফুটবল ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পর্ষদ পরস্পরকে অভিযুক্ত করেছে। ফেডারেশনের অভিযোগ ক্রীড়া পর্ষদ ছাড়পত্র দিতে দেরি করেছে। অন্যদিকে ক্রীড়া পর্ষদের কথা, পাকিস্তান ফুটবল ফেডারেশন প্রয়োজনীয় কাগজপত্র দেরিতে জমা দিয়েছে।
২০১৮ সালের পর সাফ চ্যাম্পিয়নশিপে খেলছে পাকিস্তান। ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের কারণে পাকিস্তান দীর্ঘদিন ফিফার নিষেধাজ্ঞার মধ্যে ছিল। ২১ জুন স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে পাকিস্তান। ২৪ জুন দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাফের অতিথি দল কুয়েতের বিপক্ষে। ২৭ জুন গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে নেপালের।
সাফ চ্যাম্পিয়নশিপে অন্য গ্রুপে আছে বাংলাদেশ, মালদ্বীপ ও আরেক অতিথি দল লেবানন।