আমিরাতে হারে শুরু আফঈদাদের
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে ৩–১ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আজ আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক আফঈদা খন্দকার। আমিরাতের হয়ে জোড়া গোল করেন জর্জিয়া, এক গোল এলিজাবেথের। ২ মার্চ একই দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবেন স্বপ্না–সুরভীরা।
এদিন ৩-৪-৩ ফর্মেশনে একাদশ সাজান কোচ পিটার বাটলার। জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তনিমা বিশ্বাসের। বাটলার আক্রমণভাগে রাখেন মুনকি আক্তার, মোসাম্মত সুলতানা ও শাহেদা আক্তার রিপাকে। আর গোলপোস্ট আগলে রাখার দায়িত্বটা দেওয়া হয় ইয়ারজান বেগমকে।
২০২৪ সালের সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে আলো ছড়ানো এই গোলকিপার কালও চেষ্টা করেছেন পোস্ট অরক্ষিত রাখতে। শেষ পর্যন্ত যদিও পারেননি। প্রথমার্ধে দারুণ লড়াইয়ের পরও ২-১ গোলে পিছিয়ে পড়েন বাংলাদেশের মেয়েরা। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন আফঈদা। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরানোর জন্য আক্রমণের ধার বাড়িয়েও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। উল্টো আরেক গোল হজম করে।
গত ৩০ জানুয়ারি সিনিয়র ১৮ ফুটবলার কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর নতুনদের নিয়ে অনুশীলন চালিয়ে যান বাটলার। যদিও ১৬ ফেব্রুয়ারি বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার জানান, মেয়েরা অনুশীলনে ফিরতে রাজি। তবে লম্বা সময় অনুশীলনের বাইরে থাকায় বিদ্রোহীদের ছাড়াই ২০ ফেব্রুয়ারি আমিরাত সফরের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করে বাফুফে।
কোচ বাটলারের জন্য এই সফরটা একটু বেশিই চ্যালেঞ্জিং। একেবারে নতুনদের নিয়ে নয়া উদ্যমে শুরু করেছেন তিনি। সেই শুরুতেই পড়ল আমিরাত–পরীক্ষা। যদিও আমিরাতের বিপক্ষে দুই ম্যাচই এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি। ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ। তার আগে এ বছরের ২৩ জুন থেকে ৫ জুলাই হবে টুর্নামেন্টের বাছাই।