জিদানকেই ফ্রান্সের কোচ হিসেবে উত্তরসূরি মনে করেন দেশম
দিদিয়ের দেশমের পর কে হবেন ফ্রান্সের কোচ—এমন প্রশ্ন এখনই উঠতে শুরু করেছে। কারণ, দেশমের সঙ্গে ফ্রান্স ফুটবল ফেডারেশনের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ বিশ্বকাপের পর। ২০১২ সাল থেকে ফ্রান্সের কোচের পদে থাকা দেশম এই মেয়াদ শেষে আর থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন।
২০১৮ বিশ্বকাপ জেতা এবং ২০২২ বিশ্বকাপের ফাইনালে ওঠা দেশমের কাছে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর জায়গায় ফ্রান্সের কোচ হিসেবে জিনেদিন জিদানকে দেখা যাবে কি না। এই প্রশ্নের উত্তরে দেশম বলেছেন, জিদানই তাঁর সহজাত উত্তরসূরি।
দেশম চুক্তি শেষে চলে যাওয়ার কথা বলার আগেও জিদানকে কোচ করার দাবি ফ্রান্সের ফুটবলপ্রেমীদের অনেকেই তুলেছেন। ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, সাধারণ মানুষের পছন্দ জিদানই। দেশমও এ বিষয়ে একমত
লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশম বলেছেন, ‘জিজু (জিদান) খুব ভালো একজন প্রার্থী, সহজাত এবং প্রত্যাশিত একজন। কিন্তু আমি আবারও বলব, আমি জানি না, সে ফ্রান্সের কোচ হতে চায় কি না।
৫২ বছর বয়সী জিদান দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার পর থেকে অবসরজীবন কাটাচ্ছেন। দুই মেয়াদে চার মৌসুমে রিয়ালকে ফ্রান্সের সাবেক প্লেমেকার তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগাসহ জিতিয়েছেন ১১টি শিরোপা। ২০২২ বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হওয়ার গুঞ্জনও শোনা গিয়েছিল। কিন্তু নানা নাটকীয়তার পর পদে থেকে যান দেশমই
ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জিতেছেন জিদান। ফ্রান্সের বিশ্বকাপজয়ী সেই দলের অধিনায়ক ছিলেন দেশম। ২০০০ সালে তাঁরা দুজনে মিলে জিতেছেন ইউরোর শিরোপাও।