আর্জেন্টিনার বিশ্বকাপজয়ীদের মধ্যে প্রথম দলবদল, খেলেননি এক মিনিটও

আর্জেন্টাইন গোলরক্ষক জেরেনিমো রুইছবি: টুইটার

মাঝ মৌসুমের দলবদলে আলোচিত নাম এখন এনজো ফার্নান্দেজ। বিশ্বকাপে সেরা উদীয়মানের স্বীকৃতি পাওয়া এই আর্জেন্টাইনকে দলে নিতে আগ্রহী তিন ইংলিশ ক্লাব লিভারপুল, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় করা অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, নাহুয়েল মলিনা, এজেকুয়েল প্যালাসিওস, হুয়ান ফয়েথদের দিকেও চোখ অনেক ক্লাবের।

তবে এখনো আলোচনা পর্যন্তই। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ মাতানো এই ফুটবলারদের কারও নতুন ঠিকানা নিশ্চিত হয়নি। কিন্তু এনজো, ম্যাক আলিস্টারদের ছাপিয়ে সবার আগে দল পেয়েছেন আর্জেন্টিনার এমন একজন, যিনি বিশ্বকাপে এক মিনিটও খেলতে পারেননি। জেরেনিমো রুই!

আরও পড়ুন

৩০ বছর বয়সী এই গোলরক্ষক স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল থেকে ডাচ ক্লাব আয়াক্সে নাম লিখিয়েছেন। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। অ্যাস্টন ভিলা গোলরক্ষক ছন্দে থাকায় সাত ম্যাচের একটিতেও মাঠে নামা হয়নি রুইয়ের।

তবে ২৬ সদস্যের একজন হিসেবে ট্রফির সঙ্গে পদক নিয়েই ফিরেছেন কাতার থেকে। আর্জেন্টিনায় শিরোপা উদ্‌যাপন শেষে গত সপ্তাহে ভিয়ারিয়ালে ফেরেন রুই। তাঁকে ও ডিফেন্ডার হুয়ান ফয়েথকে বিশ্বকাপজয়ী হিসেবে সংবর্ধনাও দেয় ভিয়ারিয়াল।

বিশ্বকাপ ট্রফিতে চুমু খাচ্ছেন রুই
ছবি: টুইটার

স্প্যানিশ ক্লাবটির হয়ে ২০২১ ইউরোপা লিগ ফাইনালে জয়ের নায়ক ছিলেন রুই। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে গড়ানো ম্যাচে দলের পক্ষে শেষ পেনাল্টি নিয়ে গোল করেন। এরপর দাভিদ ডি হেয়ার শট রুখে দিয়ে দলের জয় নিশ্চিত করেন।

রুইয়ের ইচ্ছা ছিল ভিয়ারিয়ালে আরও কিছুদিন থেকে যাবেন। চুক্তিও ছিল ২০২৪ সাল পর্যন্ত। তবে আয়াক্স তাঁর প্রতি ব্যাপক আগ্রহ দেখায়। স্প্যানিশ দৈনিক এএসের খবরে বলা হয়, রুইয়ের জন্য ১ কোটি ইউরো দিচ্ছে আয়াক্স। ৮০ লাখ দলবদল ফি, বাকি ২০ লাখ বোনাস। চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত।

আরও পড়ুন

রুইকে স্বাগত জানিয়ে আয়াক্সের বিবৃতিতে বলা হয়, ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার হয়ে প্রতিনিধিত্ব করেছেন রুই, যেখানে সম্প্রতি কাতারে শেষ হওয়া বিশ্বকাপে চ্যাম্পিয়নের মুকুট পরেছেন তিনি। এর আগে ১৯৯৪ বিশ্বকাপের পরও একজন বিশ্ব চ্যাম্পিয়নকে দলে ভিড়িয়েছিল আয়াক্স। সে বার ডাচ ক্লাবটিতে যোগ দিয়েছিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার মারসিও সান্তোস।