সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এলে যে কেউই মুগ্ধ হবেন। বিশাল এলাকাজুড়ে আধুনিক সব ভবন। সবুজের সমারোহে বিশাল মাঠটা চোখ কেড়ে নেয় আলাদাভাবে। এই মাঠেই আজ শুরু হয়েছে প্রথমবারের মতো আয়োজিত ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ঢাকা পর্ব।
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে শুধু পড়াশোনা নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকেন তা নয়, ফুটবলও যে তাঁরা ভালো খেলতে পারেন, সেটি দেখা গেল আজকের প্রথম দুটি ম্যাচেই। আর ছাত্রদের ফুটবল–নৈপুণ্যে নজর কেড়েছে উপস্থিত অতিথিদের। টুর্নামেন্ট কমিটির সঙ্গে যুক্ত সাবেক জাতীয় ফুটবলার ও কোচরা ম্যাচ দুটি দারুণভাবে উপভোগ করেছেন মাঠে উপস্থিত থেকে।
সকাল ৯টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ঢাকা পর্বের উদ্বোধন করেন টুর্নামেন্ট কমিটির প্রধান ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম সারোয়ার টিপু।
উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমান, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সহিদ আখতার হুসাইন, টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান ও সাবেক জাতীয় ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, টুর্নামেন্ট কমিটির সদস্য সাবেক জাতীয় ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি, সাবেক জাতীয় ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক, জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ আলফাজ আহমেদ, বিপ্লব ভট্টাচার্য, ক্রীড়ালেখক ইকরামউজ্জমান ও পাক্ষিক ক্রীড়াজগত–এর সম্পাদক দুলাল মাহমুদ, ইস্পাহানি টি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন।
অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র শুরুতেই মাঠ দিয়ে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে।
সকাল সাড়ে ৯টায় শুরু হয় প্রথম ম্যাচ। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২-১ গোলে হারিয়েছে আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে। বুটেক্সের একটি গোল বাতিল হলেও খেলোয়াড়ি মনোভাব দেখিয়ে সেই সিদ্ধান্ত মেনে নেয় তারা। শেষ পর্যন্ত জয় দিয়েই শুরু করেছে টুর্নামেন্ট। বেলা সাড়ে ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২-০ গোলে জিতেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) বিপক্ষে।
দুটি ম্যাচেই জয়ী দলের দুটি গোল এসেছে একজনের পা থেকে। জোড়া গোল করে বুটেক্সকে জেতান আশরাফুল। তাঁর একটি গোল ফ্রি কিক থেকে, অন্যটি দারুণ প্লেসিংয়ে। আশরাফুলের হাতে পুরস্কার তুলে দেন কোচ গোলাম সারোয়ার টিপু।
পুরস্কার নিয়ে আশরাফুল ছিলেন উচ্ছ্বসিত, ‘আমি গাইবান্ধায় স্কুল, কলেজে মাঠ পেয়েছি। সেখানে অনুশীলন করতাম। কিন্তু ঢাকায় আসার পর আমার সুযোগ কমে গেল। তবে অনুশীলনের সুযোগ পেলে আমরা আরও ভালো করতে পারি। এই টুর্নামেন্টে খেলতে পেরে ভীষণ ভালো লাগছে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জোড়া গোলদাতা মাহমুদুল হাসান। কিরণ নামে পরিচিত মাহমুদুল খেলেন দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসে। ছিলেন রহমতগঞ্জের অধিনায়ক। ডিফেন্সিভ মিডফিল্ডার মাহমুদুল পড়েন জাহাঙ্গীরনগরের বাংলা বিভাগে। তাঁর হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন আশরাফউদ্দিন চুন্নু এবং শফিকুল ইসলাম মানিক। সঙ্গে ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের ব্যবস্থাপক এস এম তৌফিকুল ইসলাম।
ম্যাচসেরার পুরস্কার নিয়ে মাহমুদুল হাসানও উচ্ছ্বসিত, ‘এত সুন্দর আয়োজন করার জন্য প্রথম আলোকে ধন্যবাদ দেব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসূচি থেকে খেলাধুলা হারিয়ে যাচ্ছে। এই টুর্নামেন্ট সেটাকে আবার পুনরুজ্জীবিত করেছে। আমরা চাই টুর্নামেন্টটি নিয়মিত হোক। আমার গোলে আজ জাহাঙ্গীরনগর জিতেছে, এর চেয়ে আনন্দের কিছু নেই। আমি ভীষণ খুশি।’
টুর্নামেন্ট শুরু হয়েছে আগেই। ১৪-১৫ জুলাই খেলা হয়েছে চট্টগ্রাম অঞ্চলের। ১৬ জুলাই কুমিল্লায়। আজ ঢাকা পর্বের প্রথম দিনে মাঠে বসে ম্যাচ দেখার অভিজ্ঞতায় গোলাম সারোয়ার টিপুও ছিলেন উচ্ছ্বসিত, ‘সবকিছু সুন্দরভাবে হচ্ছে। প্রথম ম্যাচে একটা দলের ক্রীড়াসুলভ মনোভাব দেখে আমার খুবই ভালো লেগেছে। সব ম্যাচেই যদি এই মানসিকতা থাকে সবার তাহলে টুর্নামেন্টটা ভালোভাবে শেষ হবে। প্রথমবার ভালোভাবে শেষ হওয়া মানে ভবিষ্যতে আয়োজকদের আগ্রহ আরও বাড়বে।’
খেলা দেখে কেমন লাগল, জানতে চাইলে সাবেক এই ফুটবলার যোগ করেন, ‘ছেলেরা যে নিয়মিত অনশীলন করতে পারে না, সেটা বোঝা যায়। তবে ওরা অনুশীলন করতে পারলে ভালো করবে। কিছু কিছু প্রতিভা আছে। চর্চা করলে ভালো করবে সামনে। চেষ্টা আছে সবার মধ্যে।’
টুর্নামেন্ট কমিটির সদস্য ইমতিয়াজ সুলতান জনির কথা, ‘এই ছেলেরা যে ফুটবল খেলতে পারে, সেটা পরিষ্কার। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ওরা খেলার সময় পায় না। নিয়মিত এই টুর্নামেন্টটা হলে এবং দুই–তিন মাস অনুশীলন করে আসতে পারলে ভবিষ্যতে আরও অনেক ভালো ফুটবল দেখা যাবে এই ছাত্রদের কাছ থেকেই।’
১০ ম্যাচ পর টাইব্রেকারে ফল নির্ধারণ
একই মাঠে আজ দিনের তৃতীয় ম্যাচে টাইব্রেকারে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) কে হারিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৫–৪ গোলে জয় তুলে নেয় আইইউবিএটি। তাদের গোলকিপার রাজা ফয়সাল পঞ্চম শটটি ঠেকিয়ে দলের জয় নিশ্চিত করেন।