ছবির গল্পে বার্নাব্যুতে এমবাপ্পে–বরণ

রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিলেন গত জুনেই। অপেক্ষা ছিল আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ সেই মহাযজ্ঞই অনুষ্ঠিত হলো। কিলিয়ান এমবাপ্পেকে নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিল রিয়াল মাদ্রিদ। ভরা গ্যালারির সামনে রিয়ালের জার্সিতে মঞ্চে দাঁড়িয়ে কথা বলেন ফরাসি তারকা। এমবাপ্পের মা–বাবা, ফ্রান্স কিংবদন্তি জিনেদিন জিদান ও রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ উপস্থিতি ছিলেন এই অনুষ্ঠানে। ছবির গল্পে দেখে নিন সেই অনুষ্ঠানের চুম্বক অংশ—

১ / ১০
কিলিয়ান এমবাপ্পেকে বরণ করে নেওয়ার অনুষ্ঠানে এভাবেই সাজানো হয়েছিল সান্তিয়াগো বার্নাব্যু। ৮০ হাজার আসনের এই স্টেডিয়ামে কোনো সিট ফাঁকা ছিল না
এএফপি
২ / ১০
বার্নাব্যুর টানেলের সিঁড়ি ভেঙে এমবাপ্পে যখন মাঠে ঢুকলেন। গর্জনে ফেটে পড়েছিল গ্যালারি। রিয়াল সমর্থকদের প্রতি হাত নাড়ছেন এমবাপ্পে
রয়টার্স
৩ / ১০
এমবাপ্পে মঞ্চে ওঠার পর তাঁকে জড়িয়ে ধরার অপেক্ষায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ
রয়টার্স
৪ / ১০
এমবাপ্পেকে বরণ করে নেওয়ার অনুষ্ঠানে বার্নাব্যুতে উপস্থিত ছিলেন তাঁর বাবা উইলফ্রেড এমবাপ্পে ও মা ফাইজা লামারি। বাবা–মায়ের সঙ্গে ছবিও তুললেন ফরাসি তারকা
রয়টার্স
৫ / ১০
মঞ্চে জিনেদিন জিদান ও এমবাপ্পে। রিয়ালে খেলোয়াড় ও কোচ হিসেবে সোনালি সময় কেটেছে ফরাসি কিংবদন্তি জিদানের। এমবাপ্পে কি খেলোয়াড় হিসেবে তাঁর পথে হাঁটতে পারবেন
এএফপি
৬ / ১০
রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, অনারারি সভাপতি হোসে মার্তিনেজ সানচেজ পিরি এবং রিয়ালের সাবেক খেলোয়াড় ও কোচ জিদানের সঙ্গে এমবাপ্পে
এএফপি
৭ / ১০
পেরেজ, জিদান, পিরি ও এমবাপ্পের সঙ্গে তাঁর বাবা-মা বন্দী হলেন একই ফ্রেমে। এমন খুশির লগ্ন উপভোগ করেছেন এমবাপ্পের মা–বাবাও
এএফপি
৮ / ১০
মঞ্চে বক্তব্য শেষে মাঠে নেমে বল নিয়ে কসরত করেন এমবাপ্পে। কিক মেরে গ্যালারিতেও পাঠিয়েছেন বল। সমর্থকেরা সু৵ভেনির হিসেবে বলগুলো সংগ্রহ করেছে
এএফপি
৯ / ১০
বার্নাব্যুর মঞ্চে সমর্থকদের প্রতি হাত নাড়ছেন এমবাপ্পে
এএফপি
১০ / ১০
বার্নাব্যুর মঞ্চে এমবাপ্পের হাত ধরে তাঁকে নিয়ে যাচ্ছেন রিয়াল সভাপতি পেরেজ। পাশেই সাজানো রিয়ালের জেতা চ্যাম্পিয়নস লিগের সব শিরোপা
এএফপি