২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বিশ্বকাপ না জিতলেও মেসি ‘সর্বকালের অন্যতম সেরাই থাকবে’

মেসি কি বিশ্বকাপ জিততে পারবেনরয়টার্স

হোর্হে বুরুচাগা আশাবাদী লিওনেল মেসি এবার সফল হবেন।

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে অমর হয়ে আছেন বুরুচাগা। ১৯৮৬ বিশ্বকাপ ফাইনালে তাঁর গোলেই জয় পেয়েছিল ম্যারাডোনার দল। মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে পশ্চিম জার্মানির বিপক্ষে ফাইনালে ২ গোলে এগিয়ে গিয়েও সেটি ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। জার্মানি দুটি গোলই শোধ করে দিয়েছিল। ২–২ অবস্থায় খেলা যখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছে, ঠিক তখনই প্রায় মাঝমাঠ থেকে লম্বা এক থ্রু বাড়ান ম্যারাডোনা। অফসাইড ট্র্যাপ ভেঙে বুরুচাগা বেরিয়ে গিয়ে বল ধরে কিছু দূর দৌড়ে তা ঠেলে দেন জার্মান গোলে। ইতিহাসে স্থায়ী আসন নিয়ে ফেলার জন্য এর চেয়ে আর বেশি কিছু করার দরকার পড়ে না। তবে বুরুচাগা ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে এক অর্থে ছিলেন ম্যারাডোনার ‘সেকেন্ড ইন কমান্ড’। গোটা বিশ্বকাপেই বুরুচাগা মাঝমাঠ কিংবা আক্রমণে ম্যারাডোনাকে দিয়ে গিয়েছিলেন যোগ্য সঙ্গ।

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো বুরুচাগার সেই গোল
ছবি: ফিফা

আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী খুব করেই চান মেসি এবার খরা কাটান। ৩৬ বছর পর আর্জেন্টিনা জিতুক তাদের তৃতীয় বিশ্বকাপ, আনন্দ–উৎসবে মেতে উঠুক বুয়েনস এইরেস নগরী, আর্জেন্টাইনদের মুখে হাসি ফুটুক। তবে বুরুচাগা মনে করেন, কোনো কারণে আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জিততে নাও পারে, তার পরেও ইতিহাসে মেসির অবস্থানের কোনো পরিবর্তন হবে না, ‘মেসি জিতুক আমি চাই। কিন্তু যদি জিততে না পারে, তাহলে কী হবে! আমরা কি মেসিকে ভুলে যাব? তাঁকে অভিযুক্ত করে বলব যে, ম্যারাডোনার মতো তুমি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারনি! নাহ্! বিশ্বকাপ জিতলেও মেসি যেমন থাকবে, বিশ্বকাপ না জিতলেও থাকবে। সে ম্যারাডোনার চেয়ে কম বা বেশি হবে না।’

বিশ্বকাপ না জিতলেও মেসির অবস্থানের কোনো পরিবর্তন হবে না, মনে করেন বুরুচাগা
রয়টার্স

বুরুচাগা মনে করেন, আর্জেন্টিনা যদি এবারের বিশ্বকাপ না–ও জেতে মেসিকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারই বলতে হবে, ‘গত ৭০ বছরে সর্বকালের সেরা ৫ ফুটবলারের মধ্যে মেসি থাকবে। সে বিশ্বকাপ জিতুক কিংবা না জিতুক। এই সত্তর বছরে সর্বকালের সেরাদের পাঁচ ফুটবলার হচ্ছেন—আলফ্রেদো দি স্তেফানো, পেলে, ইয়োহান ক্রুইফ, ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি। এই পাঁচ জনের দুজন কখনোই বিশ্বকাপ জেতেননি। তাঁদের অবস্থানে (বিশ্বকাপ না জিতলেও) কি পরিবর্তন এসেছে? মেসিরও আসবে না।’

আরও পড়ুন

তবে মেসির প্রতি শুভ কামনাই আছে বুরুচাগার, ‘আমি আশা করি, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতবে। এটা ওর জেতা উচিত। সবাই জানি, এবারই শেষবার মেসি বিশ্বকাপে মাঠে নেমেছে। অনেক সমালোচনা সে সহ্য করে এই জায়গায় এসেছে। অভিযোগ উঠেছে, মেসি দেশের হয়ে ঠিকমতো খেলে না। বিশ্বকাপ জিতেই এই অভিযোগগুলো বন্ধ করতে হবে। আমি মনে করি, সে পারবে। তাঁর বয়স ৩৫, কিন্তু সে এখনো ২০ বছর বয়সী ফুটবলারের মতোই খেলে।’