ব্রাজিলের নির্বাচনী প্রচারণায় নেইমারের ভিডিও

ব্রাজিল ফরোয়ার্ড নেইমারফাইল ছবি

জিকো, রোমারিও, সক্রেটিসসহ ব্রাজিলিয়ান ফুটবলে অনেক তারকাই রাজনীতিতে পা রেখেছেন। সে তালিকায় নেইমারও যোগ দেবেন কি না, তা ভবিষ্যৎ বলে দেবে। তবে এই মুহূর্তে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় জড়িয়ে গেছেন পিএসজি তারকা। আগামী রোববার অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন।

না, কোনো প্রার্থীর পক্ষ নেননি নেইমার। বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারোকে একটি প্রতিষ্ঠানে সফরের জন্য ধন্যবাদ জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন ব্রাজিল ফরোয়ার্ড। আর সে ভিডিও ব্যবহার করা হচ্ছে বলসোনারোর প্রচারণায়। রোববার ব্রাজিলজুড়ে প্রেসিডেন্ট পদের প্রথম দফার ভোট গ্রহণ হবে।

আরও পড়ুন

কট্টর ডানপন্থী বলসোনারোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। নির্বাচনপূর্ব একাধিক জরিপের ফল বলছে, লুলার চেয়ে পিছিয়ে আছেন বলসোনারো।

কোভিড-১৯ মহামারিকে পাত্তা না দেওয়া, সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো, বেফাঁস মন্তব্যসহ বিভিন্ন ইস্যুতে ব্রাজিল ও ব্রাজিলের বাইরেও বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত বলসোনারো।

ব্রাজিলের সমাজব্যবস্থায় ফুটবলের প্রতি সমর্থন আছে সব মতের মানুষের। বিষয়টি কাজে লাগাতে বুধবার সাও পাওলোর নেইমার জুনিয়র ইনস্টিটিউটে যান বলসোনারো। নেইমারের উদ্যোগে প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউট দাতব্য চিলড্রেনস ফাউন্ডেশন হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি নিয়ে কাজ করে।

বলসোনারো যখন প্রতিষ্ঠানটি ভ্রমণে যান, নেইমার তখন ফ্রান্সের মাটিতে ব্রাজিলের হয়ে খেলার পর বিশ্রামে। ব্রাজিলে উপস্থিত না থাকতে পেরে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি।

প্রেসিডেন্ট বলসোনারোকে ধন্যবাদ জানিয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘প্রেসিডেন্ট, নেইমার ইনস্টিটিউটে মহান সফরের জন্য আপনাকে ধন্যবাদ। উপস্থিত থাকতে পারলে ভালো লাগত। তবে দুর্ভাগ্যজনকভাবে আমি এখন অনেক দূরে। আশা করি, ইনস্টিটিউট ভ্রমণ করে আপনার ভালো লেগেছে।’

নেইমারের এই ভিডিওতে রাজনীতি বা নির্বাচন নিয়ে কোনো শব্দ ছিল না। তবে বলসোনারো ও তাঁর সঙ্গীরা এটিকে প্রচারণায় হাতিয়ার বানিয়ে নিয়েছেন। বলসোনারো, যোগাযোগমন্ত্রী ফ্যাবিও ফারিয়া এবং বলসোনারোর সিনেটর সন ফ্ল্যাভিও নেইমারের ভিডিওটি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

তাঁদের দেখাদেখি নির্বাচনী প্রচারণায় যুক্ত অন্যরাও নেইমারের ভিডিওটি ছড়িয়ে দেন।

আরও পড়ুন

নেইমারের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এটিকে বলসোনারোর প্রতি নেইমারের সমর্থন হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। ব্রাজিল জাতীয় ফুটবল দলের হলুদ জার্সির সঙ্গে সবুজ রং যুক্ত করে যোগাযোগমন্ত্রী ফারিয়ার টুইট, ‘রোববার ব্রাজিল জাতীয় দলের হলুদ-সবুজরঙা জার্সি পরে অধিনায়ককে ভোট দিতে আসুন।’

নেইমার অবশ্য কোভিড-১৯ মহামারিতে বলসোনারোর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। কারণ, বলসোনারো তখন কোভিড মহামারির মধ্যেও কোনো পদক্ষেপ নিতে চাননি। টিকা নেওয়ার বিরুদ্ধে অবস্থান নেন তিনি। নেইমার তখন সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে বলেছিলেন, টিকা না দেওয়ায় বলসোনারোর প্রতি সমর্থন তুলে নিয়েছেন।

আরও পড়ুন