ছেলে–মেয়ে মিলিয়ে বিশ্বকাপের যে রেকর্ড শুধুই নিজের করে নিতে পারেন মার্তা

ব্রাজিল নারী দলের ফরোয়ার্ড মার্তাছবি : ফিফা

পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ব্রাজিলের মেয়েদের ২০২৩ বিশ্বকাপ অভিযান। এ ম্যাচের আগে আলোচনার বেশির ভাগই ব্রাজিলের ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড মার্তাকে নিয়ে। এ নিয়ে ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন তিনি।

মার্তার ষষ্ঠ বিশ্বকাপ খেলাটা কোনো রেকর্ড নয়। মার্তার চেয়ে বেশি বিশ্বকাপ খেলেছেন ব্রাজিলেরই সাবেক খেলোয়াড় ফরমিগা (৭টি)। কিন্তু একটি রেকর্ডে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ মিলিয়ে সবার ওপরে মার্তা।

বিশ্বকাপে সব মিলিয়ে ১৭টি গোল করেছেন ব্রাজিল নারী দলের ফরোয়ার্ড। যেটা ছেলে আর মেয়েদের বিশ্বকাপ মিলিয়েই রেকর্ড। ছেলেদের বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মিরোস্লাভ ক্লোসা। জার্মানির সাবেক ফরোয়ার্ডের গোল ১৬টি।

পানামার বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে মার্তা
ফিফা

ছেলে ও মেয়েদের বিশ্বকাপ মিলিয়ে এবার আরও একটি রেকর্ড শুধুই নিজের করে নিতে পারেন মার্তা, সেটা হয়ে যেতে পারে আজই। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় চলমান টুর্নামেন্টে একটি গোল পেলেই ছেলে ও মেয়ে মিলিয়ে ছয় বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার হয়ে যাবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

আরও পড়ুন

সবচেয়ে বেশি বিশ্বকাপ আসরে গোল করার রেকর্ডটি এখন যৌথভাবে ক্রিস্টিয়ানো রোনালদো ও মার্তার। পর্তুগালের তারকা ফরোয়ার্ড গত বছর কাতার বিশ্বকাপে একটি গোল পেয়েছেন। সেই এক গোলেই নিজের নামটি লিখিয়ে নিয়েছেন রেকর্ড বুকে। কাতার বিশ্বকাপ নিয়ে বৈশ্বিক এই টুর্নামেন্টের ৫ আসরে গোল করেছেন রোনালদো। এই কীর্তি এখন পর্যন্ত আর কারও নেই।