ইয়ামালের গোল কেন দেওয়া হয়নি, ব্যাখ্যা স্প্যানিশ এফএর
রিয়াল-বার্সেলোনা ম্যাচ হবে আর বিতর্ক থাকবে না, এটা কী করে হয়! গত পরশু সর্বশেষ এল ক্লাসিকো ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। এবারের বিতর্কের নাম গোললাইন প্রযুক্তি। সেটা তৈরি হয়েছে লামিনে ইয়ামালকে একটি গোল না দেওয়ায়।
ম্যাচের তখন ২৮ মিনিট। রিয়াল-বার্সা ১-১ গোলে সমতায়। ৬ মিনিটে ক্রিস্টেনসেনের গোলে এগিয়ে যাওয়া বার্সার বিপক্ষে রিয়াল ১৮ মিনিটে সমতায় ফেরে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে। এরপর ২৮ মিনিটে এগিয়ে যেতে পারত বার্সা। রাফিনিয়ার কর্নারে অসাধারণ এক ফ্লিক করে রিয়ালের গোলের দিকে বল পাঠান ইয়ামাল। সেটি গোললাইন থেকে কোনোমতে বাইরে পাঠান রিয়ালের গোলকিপার আন্দ্রে লুনিন।
বার্সেলোনার দাবি, ওটা গোল ছিল। কিন্তু রেফারি ভিএআরের সাহায্য নিয়ে গোল না দিয়ে বার্সেলোনাকে কর্নার দেন। এর পর থেকেই বিতর্কের শুরু। অনেকেই লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসকে ধুয়ে দিয়েছেন স্পেনের শীর্ষ লিগে গোললাইন প্রযুক্তি না রাখায়।
এসব আলোচনা-সমালোচনার মধ্যেই স্প্যানিশ ফুটবল ফেডারেশন ইয়ামালকে গোল না দেওয়ার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। সেই ব্যাখ্যা অবশ্য তারা কোনো মন্তব্য করে বা বিবৃতির মাধ্যমে দেয়নি। রেফারি ভিএআর দেখার পর কেন গোল দেননি, সেটাই বোঝাতে চেয়েছে তারা। এ কারণে ভিএআরের অডিও প্রকাশ করেছে স্প্যানিশ এফএ।
সেই অডিও থেকে জানা গেছে, ভিএআর রেফারি সানচেজ মার্তিনেজ মাঠের রেফারি সোতো গার্দোকে আসলে কী বলেছিলেন। স্প্যানিশ এফএর প্রকাশ অডিওতে মার্তিনেজকে বলতে শোনা গেছে, ‘বল যে পুরোপুরি (গোলের) ভেতরে ঢুকেছে, এর কোনো প্রমাণ নেই।’