তাবিথের অনুষ্ঠানে নিষিদ্ধ আবু নাঈমের উপস্থিতি নিয়ে প্রশ্ন

সভাপতি পদপ্রার্থী তাবিথ আউয়ালের অনুষ্ঠানে নিষিদ্ধ সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈমআবু নাঈমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। গতকাল শনিবার নির্বাচনকে সামনে রেখে শেষ হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ। সভাপতি পদে মনোনয়নপত্র কেনা সাবেক ফুটবলার ও বিএনপির কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়াল আজ রোববার বিকেলে প্রিমিয়ার লিগের দল ফর্টিস এফসির মাঠে আমন্ত্রণ জানিয়েছিলেন সাবেক তারকা ফুটবলার ও ফুটবল সংগঠকদের।

দেখা–সাক্ষাৎ ও মতবিনিময়ের পাশাপাশি সেখানে প্রীতি ফুটবল ম্যাচও আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন দুর্নীতি ও অনিয়মের দায়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা থেকে নিষিদ্ধ বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম।

২০২৩ সালের এপ্রিলে আর্থিক জালিয়াতি, বাফুফেকে দেওয়া ফিফার অর্থের হিসাবে মিথ্যা তথ্য দেওয়ার কারণে সাধারণ সম্পাদক আবু নাঈমকে দুই বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করে ফিফা। অধিকতর তদন্তের পর আবু নাঈমকে এ বছরের মে মাসে নতুন করে আরও এক বছরের নিষেধাজ্ঞা দেয় ফিফা। বাফুফে নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হতে যাওয়া একজনের অনুষ্ঠানে দুর্নীতির দায়ে নিষিদ্ধ আবু নাঈমের উপস্থিতি প্রশ্নের জন্ম দিয়েছে।

তিন বছরের জন্য আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করেছে ফিফা
ছবি: বাফুফে

সভাপতি পদপ্রার্থী তাবিথ আউয়ালের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন আবু নাঈম। তিনি বাফুফের নির্বাচনে আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থী ও কাউন্সিলরের সঙ্গেও ছবি তুলে পোস্ট করেন নিজের ফেসবুক পেজে।

আরও পড়ুন

এ ব্যাপারে জানতে প্রথম আলোর পক্ষ থেকে তাবিথ আউয়ালের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা ও আবু নাঈমের সঙ্গে তাঁর ছবি পাঠিয়ে মন্তব্য চাওয়া হলেও তিনি কোনো উত্তর দেননি।

প্রসঙ্গত, আবু নাঈমের স্ত্রী তাসমিয়া রেজওয়ানা বাফুফে নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি দ্বিতীয় বিভাগের ক্লাব বিক্রমপুর কিংসের কাউন্সিলর ।

সভাপতি পদে নির্বাচন করার জন্য মনোনায়ন ফরম কিনেছেন তাবিথ আউয়াল
ফাইল ছবি

এই অনুষ্ঠানে সাবেক ফুটবলারদের মধ্যে ছিলেন শফিকুল ইসলাম মানিক, কায়সার হামিদ, জসিমউদ্দিন জোসি, সত্যজিৎ দাশ রুপু, ছাইদ হাসান কানন, রুম্মান বিন ওয়ালি সাব্বির, ইমতিয়াজ আহমেদ নকীব, আলফাজ আহমেদ, মাসুদ রানা, জাকির হোসেন, গোলাম গাউস, আরমান মিয়া, বিপ্লব ভট্টাচার্য, জাহিদ হাসান এমিলি প্রমুখ।