পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়েই শঙ্কা গার্দিওলার

টটেনহামের বিপক্ষে সর্বশেষ ম্যাচে সিটি শেষ মুহূর্তে গোল খাওয়ার পর গার্দিওলার হতাশাএএফপি

টানা চার ম্যাচে জয়হীন। প্রথম তিনটিতে ড্রয়ের পর চতুর্থটিতে হার। পরাক্রমশালী ম্যানচেস্টার সিটির এমন দুরবস্থার কথা কে কবে ভেবেছিল! কিন্তু এটাই এখন বাস্তবতা। প্রিমিয়ার লিগে অজেয় ম্যান সিটি যেন নিজেরাই এখন ভুলে বসে আছে জয়ের মন্ত্র। অবস্থা এমন যে পেপ গার্দিওলা নিজেই নিশ্চিত নন, পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন কি না।

এমনকি নতুন করে নিজেকে ভালো কোচ প্রমাণের চ্যালেঞ্জও নেওয়ার কথা বলেছেন এই স্প্যানিশ কোচ। রোববার লুটন টাউনের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে দলের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন সিটি কোচ।

আরও পড়ুন

গত মৌসুমে ট্রেবল জেতা ম্যান সিটিকে এবারও মৌসুম শুরুর আগে সব প্রতিযোগিতায় ফেবারিট ভাবা হচ্ছিল। জয়ের ধারাতেও ছিল সিটি। কিন্তু চেলসির বিপক্ষে ৪–৪ গোলের ড্রয়ে ছন্দপতনের শুরু হয় তাদের। এরপর লিভারপুলের সঙ্গে ১-১, টটেনহামের সঙ্গে ৩-৩ ড্র করার পর অ্যাস্টন ভিলার বিপক্ষে ১–০ গোলে হেরে যায় সিটি

তবে দলের এমন দুরবস্থাকে ইতিবাচকভাবেই দেখছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘আমরা এখন যে অবস্থায় আছি আমার মনে হয়, সেটা ক্লাবের সবার জন্য ভালো। আমার ধারণা, এমন পরিস্থিতির ভেতর দিয়ে যাওয়া জরুরি। লম্বা সময় ধরেই, পুরো ব্যাপারটি ছিল আমরা কতটা ভালো সেটা নিয়ে।’

ম্যাচ জিততে পারছে না গার্দিওলার সিটি
এএফপি

এরপর নিজেকে ভালো কোচ প্রমাণের চ্যালেঞ্জ নিয়ে গার্দিওলা আরও বলেছেন, ‘সম্ভবত এটা আমাদের দরকার ছিল। এটা ভয়াবহ। আমরা অজেয় দল ছিলাম এবং এখন আমরা একটি ম্যাচও জিততে পারছি না। সম্ভবত প্রথমবারের আমার এটা প্রমাণ করা জরুরি যে আমি একজন ভালো কোচ। খেলোয়াড়দের জন্য এটা একটা ভালো চ্যালেঞ্জ। অ্যাস্টন ভিলা আমাদের চেয়ে ঢের এগিয়ে ছিল। আর এখন অবস্থা এমন যে আমরা পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে না–ও খেলতে পারি।’

আরও পড়ুন

এমন দুরবস্থার পরও লুটন টাউনের কোচ রব এডওয়ার্ডস সিটিকে সেরা ক্লাব বলেই মন্তব্য করেছেন। যার জবাবে গার্দিওলা বলেছেন, ‘দলটি (লুটন) যেভাবে খেলছে, তারা সত্যিই খুব ভালো করছে। শীর্ষ সারির ক্লাব এমনকি আর্সেনাল–লিভারপুলের মতো দলও তাদের বিপক্ষে ভুগেছে। আমাদের জন্যও ব্যাপারটা একই রকম হবে। তিনি (লুটন কোচ) যা বলেছেন, সে জন্য ধন্যবাদ। তবে যেহেতু আমরা জিততে পারছি না, আমরা এখন আর বিশ্বসেরা দল নই। যখন আপনি ম্যাচ জিতবেন, তখন আপনি বিশ্বসেরা দল, না জেতা মানে আপনি সংকটে আছেন।’