ফ্রি কিকে ‘ফ্লপ’ মেসি, মায়ামির হার

গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। কাজে লাগাতে পারেননিএএফপি

বিএমও স্টেডিয়ামের গ্যালারিতে তারকার হাট বসেছিল। বাস্কেটবল কিংবদন্তি স্টিভেন কারি, জিমি বাটলার, ড্রেমন্ড গ্রিন। কিংবদন্তি সংগীতশিল্পী লায়নেল রিচি, অভিনেতা জেইমে কামিল, মডেল ও মিডিয়া ব্যক্তিত্ব কেন্ডল জেনার ও আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসি কি তাঁদের সন্তুষ্ট করতে পেরেছেন?

আরও পড়ুন

মেসির মুখ থেকে উত্তরটা সম্ভবত না বোধক আসবে। তাঁর দল ইন্টার মায়ামি যে হেরেছে। লস অ্যাঞ্জেলসে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে স্বাগতিক লস অ্যাঞ্জেলস এফসির কাছে ১-০ গোলে হেরেছে মায়ামি। চলতি বছর এটাই প্রথম হার হাভিয়ের মাচেরানোর দলের। আর্জেন্টাইন এ কোচের অধীনে ১০ ম্যাচে এটাই প্রথম হার মায়ামির। ৯ এপ্রিল ফোর্ট লডারডেলে ফিরতি লেগে মাঠে নামবে মাচেরানোর দল। আজ হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞার কারণে ফিরতি লেগে সের্হিও বুসকেতসকে পাবে না মায়ামি।

চোট থেকে ফেরা মেসি এমএলএসে মায়ামির সর্বশেষ ম্যাচে বদলি হয়ে মাঠে নেমে গোল করে জিতিয়েছিলেন। আজ একাদশের হয়ে পুরো সময়ই মাঠে ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। প্রথমার্ধে দুটি ফ্রি কিক পেয়েছিলেন। একটি মেরেছেন পোস্টের ওপর দিয়ে, আরেকটি রুখে দেন এলএএফসির গোলকিপার উগো লরিস।৫৭ মিনিটে এলএএফসির হয়ে গোল করেন ফরোয়ার্ড নাথান ওরদাজ।

আরও পড়ুন

দুই বছর আগে মায়ামিতে যোগ দেওয়ার পর চ্যাম্পিয়নস কাপে নিজের প্রথম ছয় ম্যাচে গোল অথবা গোলে সহায়তা ছিল মেসির। এ বছর শুরুর রাউন্ডগুলোয় করেছেন ৩ গোল। আজ ম্যাচের ৮০ মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েছিলেন। বক্সের মাথা থেকে ঘুরে দাঁড়িয়ে নেওয়া শটও পোস্টের ওপর দিয়ে যায়।

ছয় মিনিট পর তাঁর আরও একটি শট রুখে দেন গোলকিপার লরিস। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফাউল থেকে আরও একটি ফ্রি কিক পায় মায়ামি এবং মেসি এ যাত্রায়ও পোস্টের ওপর দিয়ে শট নেন।