সুয়ারেজ–ভালভের্দেদের সমালোচনায় ‘কর্তৃত্ব ক্ষতিগ্রস্ত’ হয়েছে বিয়েলসার
উরুগুয়ের ফুটবল এখন উত্তপ্ত এক সময় পার করছে। কদিন আগে লুইস সুয়ারেজের করা এক মন্তব্যের জেরে শুরু এ বিতর্কের। উরুগুয়ের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার সুয়ারেজ সরাসরি আঙুল তুলেছেন কোচ মার্সেলো বিয়েলসার দিকে। বিয়েলসার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ তিনি খেলোয়াড়দের যোগ্য সম্মান দেন না। সুয়ারেজ ভুল বলেননি বলে এরপর মন্তব্য করেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে।
সেই বিতর্ক থামার আগেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল উরুগুয়ে। ৮৮ মিনিটে গোল খেয়ে ম্যাচটি ১-০ গোলে হেরেছে উরুগুয়ে। ম্যাচের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সাম্প্রতিক বিতর্ক নিয়ে।
বিতর্কের রেশ মাঠের খেলায় পড়েছে কি না, সে বিষয়েও কথা বলতে হয়েছে উরুগুয়ের কোচ বিয়েলসাকে। যদিও আর্জেন্টাইন এই কোচ বিতর্কের প্রভাব পড়ার বিষয়টি মানতে চাননি। তবে এই বিতর্কে দলে তাঁর কর্তৃত্ব যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি স্বীকার করেছেন।
কদিন আগে বিয়েলসার উদ্দেশে তোপ দেগে সুয়ারেজ বলেন, ‘কোপা আমেরিকায় এমন কিছু ঘটেছে, যা আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু দলীয় ঐক্যের স্বার্থে আমি কিছু বলিনি। অনেক খেলোয়াড় একত্রিত হয়ে কোচকে বলেছে তিনি যেন সকালবেলা অন্তত সুপ্রভাত বলেন, কিন্তু তিনি হ্যালো পর্যন্ত বলেননি।’
খেলোয়াড়রা দলে ভালো ছিলেন উল্লেখ করে সাবেক এই বার্সেলোনা তারকা আরও বলেছেন, ‘আপনারা দেখেছেন দলের সঙ্গে যে খেলোয়াড়রা গেছে, তারা উপভোগ করেনি। নিজেদের ক্লাবের সঙ্গে তাদের হাসিঠাট্টা করতে দেখা যায়। কিন্তু জাতীয় দলের খেলায় সেটা দেখা যায় না, যা ঘটেছে, সেটা দেখার কষ্টের ছিল।’ সুয়ারেজের বক্তব্যের স্বপক্ষে ভালভের্দে বলেছেন, ‘লুইস সুয়ারেজ যা বলেছেন সব সত্যি। সে কোনো কিছুই বাড়িয়ে বলেনি।’
এদিকে ম্যাচ শেষে সেই ঘটনার প্রভাব খেলায় পড়েনি উল্লেখ করে বিয়েলসা বলেছেন, ‘এর কোনো প্রভাব পড়েনি। বাজে খেলার অংশটুকু বাদ দিয়ে বলব দলের প্রতি নিবেদনে কোনো ঘাটতি ছিল না কারও। আমি মনে করে এই সপ্তাহে যা ঘটেছে, সেটার জন্য এমনটা (বাজে খেলা) হয়নি, আমরা যেভাবে খেলেছি তার সঙ্গে বিষয়টাকে যুক্ত করতে চাই না। এর কোনো প্রভাব ছিল বলেও আমি মনে করি না। তবে এটা অনেক উত্তেজনার একটা সপ্তাহ ছিল।’
তবে এই বিতর্কের কারণে তাঁর কর্তৃত্ব খর্ব হয়েছে মন্তব্য করে বিয়েলসা বলেছেন, ‘যা ঘটছে তা কোনো কিছুই আমার অজানা নেই। আমি জানি যে আমার কর্তৃত্ব কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছে। তবে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ম্যাচের প্রস্তুতি নিয়েছি। আর খেলোয়াড়দের কাছ থেকে আমি যে প্রতিক্রিয়া পেয়েছি, সেটা প্রথম দিন এখানে কাজ শুরুর পর যেমন ছিল তেমনই।’
এই বিতর্ক যেভাবে দল প্রস্তুত হয়েছে সেই নিবেদনে কোনো প্রভাব ফেলেনি বলেও মনে করেন বিয়েলসা। দল এবং খেলোয়াড়দের পেশাদারত্বও সব সময়ের মতো ছিল মন্তব্য করেছেন তিনি।
পাশাপাশি সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে খেলোয়াড়দের সঙ্গে এবং পরিচালকদের সঙ্গে যে বৈঠক হয়েছে তা খোলাসা করতে চান না বলেও মন্তব্য করেছেন তিনি, ‘যে বিষয়গুলো ব্যক্তিগত পর্যায়ে হয়েছে এবং তাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে সেগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি এর বেশি আপনাদের বলতে পারব না। আমি মনে করি তাদের নিজেদের একটা গ্রুপে কথা চালাচালি হয়েছে। আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে অভ্যন্তরীণভাবেই পর্যালোচনা হওয়া উচিত।’