বাংলাদেশ জাতীয় ফুটবল দ‌লের ফেসবুক পেজ হ্যাকারদের দখলে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ফেসবুক পেজছবি: স্ক্রিনশট

বাংলা‌দেশ জাতীয় ফুটবল দ‌লের ফেসবুক পেজ হ্যাকড হ‌য়ে‌ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মি‌ডিয়া বিভাগ গত ফেব্রুয়া‌রি‌তে এই পেজ‌টি চালু করে।

গত ১০ মাস ধ‌রে জাতীয় ফুটবল দ‌লের এই ফেসবুক পেজ থে‌কে দে‌শের পুরুষ ও নারী জাতীয় দ‌লের সব ধর‌নের আপ‌ডেট দেওয়া হ‌তো। পেজ‌টি এখ‌নো ভে‌রিফা‌য়েড না হ‌লেও অনুসারীর সংখ্যা দাঁ‌ড়ি‌য়ে‌ছিল ৭৮ হাজার।

গতকাল শ‌নিবার রা‌তে বাফু‌ফের মি‌ডিয়া বিভাগ বুঝ‌তে পা‌রে পেজ‌টি হ্যাকড হ‌য়ে‌ছে। তখন থে‌কেই এটি উদ্ধারের কাজ চল‌ছে। বাফু‌ফের মি‌ডিয়া ব্যবস্থাপক সাদমান সা‌কিব বলেছেন, ‘জাতীয় দ‌লের অফি‌শিয়াল পেজ‌টি হ্যাকড হওয়ার ব্যাপারটি বুঝ‌তে পারার পর থে‌কে এটি ফি‌রে পাওয়ার কাজ চল‌ছে। ফেসবুক কর্তৃপ‌ক্ষের স‌ঙ্গে যোগা‌যোগ ক‌রে‌ছি।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজে ভিডিও ক্লিপ পোস্ট করা হয়।
স্ক্রিনশট

দ্রুততম সম‌য়ের ম‌ধ্যে পেজ‌টি উদ্ধা‌র করা হ‌বে ব‌লেও ফেডা‌রেশ‌নের পক্ষ থে‌কে তি‌নি জা‌নি‌য়ে‌ছেন। সাম‌য়িক অসু‌বিধার জন্য বাফু‌ফে দুঃখও প্রকাশ ক‌রে‌ছে।

ক‌য়েক বছর আগে বাফু‌ফের অফিশিয়াল ফেসবুক পেজও হ্যাকড হ‌য়ে‌ছিল। প‌রে সে‌টি উদ্ধার করা হয়।