২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নেইমারের ব্রাজিল ও রোনালদোর পর্তুগাল প্রতিপক্ষের অপেক্ষায়

নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদোছবি: রয়টার্স

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের সব খেলা এখনো শেষ হয়নি। আজ যেমন ‘জি’ ও ‘এইচ’ গ্রুপের নিষ্পত্তি হবে। ঘানার মুখোমুখি হবে উরুগুয়ে এবং পর্তুগালের বিপক্ষে লড়বে দক্ষিণ কোরিয়া। কাল রাত পর্যন্ত যেসব গ্রুপের খেলা শেষ হয়েছে এবং যেসব দল শেষ ষোলোয় উঠেছে, তা দেখে নেওয়া যাক।

আরও পড়ুন

‘এ’ গ্রুপের সব কটি ম্যাচ শেষ হয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠেছে নেদারল্যান্ডস এবং রানার্সআপ হয়ে শেষ ষোলোয় ডাচদের সঙ্গী হয়েছে সেনেগাল। শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এই মঞ্চে সেনেগালের প্রতিপক্ষ ইংল্যান্ড।

‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে ‘এ’ গ্রুপের রানার্সআপ সেনেগালের মুখোমুখি হবে ইংলিশরা। যুক্তরাষ্ট্র ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। শেষ ষোলোয় নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র ম্যাচ ৩ ডিসেম্বর এবং ইংল্যান্ড-সেনেগাল ম্যাচ ৪ ডিসেম্বর।

জাপান কাল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে
ছবি: রয়টার্স

‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা। এই গ্রুপের রানার্সআপ পোল্যান্ড। শেষ ষোলোয় ‘ডি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ৩ ডিসেম্বর মাঠে গড়াবে এই ম্যাচ। ‘সি’ গ্রুপের রানার্সআপ পোল্যান্ড শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে। ৪ ডিসেম্বর ফ্রান্স-পোল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

কাল শেষ হলো ‘ই’ গ্রুপের সব খেলা। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে জাপান। স্পেন ও জার্মানিকে হারিয়েছে এশিয়ার দেশটি। শেষ ষোলোয় জাপানের প্রতিপক্ষ ‘এফ’ গ্রুপের রানার্সআপ দল ক্রোয়েশিয়া। ৫ ডিসেম্বর মুখোমুখি হবে দুই দল। ‘ই’ গ্রুপের রানার্সআপ দল স্পেন শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন মরোক্কোকে। ৬ ডিসেম্বর মুখোমুখি হবে দুই দল।

‘জি’ ও ‘এইচ’ গ্রুপের ম্যাচগুলো এখনো নিষ্পত্তি হয়নি। আজ রাতে এ দুটি গ্রুপের খেলা শেষে শেষ ষোলোর কোটা পূর্ণ হবে। গ্রুপ পর্বে অংশ নিয়েছিল মোট ৩২টি দল। ১৬টি দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে।

ক্রোয়েশিয়াও উঠেছে শেষ ষোলোয়
ছবি: রয়টার্স

‘জি’ গ্রুপে এই মুহূর্তে শীর্ষে থাকা ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। নেইমাররা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠলে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হতে হবে। আপাতত সে অবস্থানে ঘানা থাকলেও আজ রাতে উরুগুয়ের বিপক্ষে আফ্রিকার দলটির ম্যাচ শেষে বিষয়টি পরিষ্কার হবে।

আরও পড়ুন
আরও পড়ুন

উরুগুয়ে জিতলে ঘানাকে বিদায় করে লাতিন দলটি শেষ ষোলোয় ব্রাজিলের মুখোমুখি হওয়া নিশ্চিত করবে। একইভাবে পর্তুগালের প্রতিপক্ষও এখনো নিশ্চিত হয়নি। আগেই শেষ ষোলোয় উঠলেও ‘এইচ’ গ্রুপ থেকে রোনালদোরা চ্যাম্পিয়ন না রানার্সআপ হবেন, তা আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ শেষে স্পষ্ট হবে।

শেষ ষোলোয় মুখোমুখি হওয়া দলগুলো: