মোহামেডানের পর এবার পুলিশের শিকার কিংস
বসুন্ধরা কিংসের হলোটা কী! ম্যাচই যেখানে তারা হারে কালেভদ্রে। সেখানে কিনা পরপর দুই ম্যাচ হেরে বসেছে!
গত মঙ্গলবার ফেডারেশন কাপের সেমিফাইনালে কিংসকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল মোহামেডান। সেই জয়ে ১৪ বছর পর একসময়ের মৌসুমসূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে সাদাকালোরা। চলতি মৌসুমে লাল জার্সিধারীদের সেটাই ছিল প্রথম হার।
সেই হারের ধাক্কা সামলে নিতে চেয়েছিল তারা পরের ম্যাচেই। কিন্তু সেটা আর হলো কই! আজ ময়মনসিংহে প্রিমিয়ার লিগ ম্যাচে কিংসকে হারিয়ে দিয়েছে লিগের পয়েন্ট তালিকার ষষ্ঠ দল পুলিশ এএফসি। দেশ সেরা দলের বিপক্ষে পুলিশের জন্য যেটি কিনা স্মরণীয় এক জয়।
পুলিশের এই দারুণ জয়ের নায়ক এদওয়ার্দ মোরিও নামের ভেনিজুয়েলার এক ফরোয়ার্ড। জোড়া গোল করে বলতে গেলে একাই তিনি হারিয়ে দিয়েছেন কিংসকে। কিংসের হারের দিনে মুন্সিগঞ্জে ঢাকা আবাহনীকে ৩-২ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী।
এই ম্যাচটা জিতলে কিংসের সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধানটা ৭-এ নামিয়ে আনতে পারত আবাহনী। কিন্তু আবাহনীও এদিন হেরে বসায় পয়েন্টের হিসাবে কিংস-আবাহনীর মধ্যে ব্যবধান থাকল ১০-ই। বাকি ৫ ম্যাচে ছয় পয়েন্ট পেলেই কিংস টানা চতুর্থ লিগ শিরোপা ধরে তুলবে। সেদিক থেকে তাদের শিরোপা জয় নিয়ে কোনো সংশয় নেই।
তবে কিংস কোচকে এখন জরুরি ভিত্তিতেই খুঁজে বের করতে হবে কেন পরপর দুটি ম্যাচ হার? ঘরোয়া কোনো টুর্নামেন্টে প্রথমবার সেমিফাইনালে বিদায়ের পাশাপাশি পরপর দুটি ম্যাচ হারের অভিজ্ঞতাও কিংসের জন্য এই প্রথম।
আজ কিংস প্রথম গোল খায় ম্যাচের ৩২ মিনিটে। মাঝমাঠের একটু সামনে থেকে সতীর্থের বাড়ানো বল ধরে অনেকটা পথ এগিয়ে এগিয়ে যান মোরিও। তারপর বক্সের ভেতর ঢুকে কিংসের দুই খেলোয়াড় ঘোল খাইয়ে জায়গা তৈরি করেন। বাকি কাজটা করেছেন একজন পেশাদার ফুটবলারের মতোই। কোনাকুনি গড়ানো কিংস গোলকিপার আনিসুর রহমানকে পরাস্ত করেন।
তবে বিরতির দ্বিতীয় মিনিটেই ১–১। রবসনের বাড়ানো লম্বা বল ধরে বক্সের ঢুকে পুলিশের গোলকিপারের বাঁ দিক দিয়ে সহজেই প্লেসিং করে ম্যাচে সমতা আনেন কিংসের ফরোয়ার্ড রাকিবুল। কিন্তু কিংস খেই হারিয়েছে আবারও। খানিক পরেই আবার গোল খেয়েছে অস্কার ব্রুজোনের দল। এবারও গোলদাতা সেই মোরিও। প্রথম গোলের পর এই গোলও করেছেন বাঁ পায়ের জাদু দেখিয়ে। ৬২ মিনিটে বক্সে ঢুকে বল হাওয়ায় ভাসিয়ে বাঁ পায়ে নিখুঁত প্লেসিং করেন পুলিশের ‘নাম্বার টেন’।
চোট কাটিয়ে কিংস গোলকিপার আনিসুর ও প্লেমেকার রবসন দা সিলভা ফিরেছিলেন আজ। কিন্তু তাতে শক্তি বাড়লেও ছন্দটা পায়নি কিংস। আক্রমণে ছিল না আগের সেই ধার। পুলিশের গোলকিপার তুষারের শুশ্রূষার কারণে ম্যাচে ১৬ মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। কিন্তু কিংস আর ম্যাচে ফিরতে পারেনি।
গত লিগের প্রথম ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হেরেছিল কিংস। সেই লিগের বাকি ২১ ম্যাচে তারা ছিল অপরাজিত। জয় ১৮, ড্র ৩। এবারের লিগে প্রথম ১০ ম্যাচে টানা জয়। ১১তম ম্যাচে ড্র। ১৫তম ম্যাচে এসে চলতি লিগে প্রথম হার। সব মিলিয়ে লিগে ৩৫ ম্যাচ অপরাজিত থাকা দলটি আজ আবার হেরে বসেছে।