‘মাঠের বাইরে হারানোর চেষ্টা চলছে বার্সেলোনাকে’, ‘প্রতারণার’ অভিযোগের জবাবে লাপোর্তা
দানি ওলমো ও পাউ ভিক্তরকে নিবন্ধন করাতে প্রতারণা করেছে বার্সেলোনা—এমন অভিযোগ করেছে লা লিগা কর্তৃপক্ষ। আজ এক বিবৃতিতে লা লিগা কর্তৃপক্ষ বলেছে, এই দুই খেলোয়াড়কে নিবন্ধন করাতে যে আর্থিক সক্ষমতা দরকার ছিল, বার্সেলোনার সেটি কখনোই ছিল না। এ বিষয়ে স্পেনের স্পোর্টস কাউন্সিল (সিএসডি) সিদ্ধান্ত দেওয়ার কিছুদিন আগেই এমন অভিযোগ করল লা লিগা। তবে বার্সা দাবি করেছে, তাদের মাঠের বাইরে হারানোর চেষ্টা চলছে।
গত জানুয়ারিতে বার্সেলোনা জানায়, ন্যু ক্যাম্পে নতুন করে বানানো ভিআইপি বক্স বিক্রি করে পাওয়া অর্থ দিয়েই ওলমো ও ভিক্তরকে নিবন্ধন করানোর আর্থিক শর্ত পূরণ করেছে তারা। তখন জানা গিয়েছিল, ১০ কোটি ইউরোতে বক্সগুলো বিক্রি করে খেলোয়াড় কেনার নতুন লাইসেন্স পেয়েছে।
এখন লা লিগা বলছে, বার্সা অজ্ঞাত এক নিরীক্ষক প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিল ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩ জানুয়ারি পর্যন্ত ক্লাবের আর্থিক হিসাব রাখার। সেই প্রতিষ্ঠানের কাগজপত্র ব্যবহার করেই সে সময় ওলমো ও ভিক্তরকে নিবন্ধন করায় বার্সা।
তবে এখন লা লিগা বিবৃতিতে বলেছে, ভিআইপি বক্স বিক্রির কোনো তথ্য বার্সা শেষ পর্যন্ত দিতে পারেনি, ‘ওই খেলোয়াড়দের নিবন্ধনের আগে বার্সা যে আর্থিক লেনদেনের (বক্স বিক্রি করে) কথা বলেছিল, সেই হিসাব তাদের লাভ-ক্ষতির চূড়ান্ত হিসাবে নেই।’
অজ্ঞাত সেই আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধেও স্পেনের অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং ইনস্টিটিউটের কাছে অভিযোগ করা লা লিগা বিবৃতিতে আরও বলেছে, ‘২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩ জানুয়ারি পর্যন্ত তো নয়ই, এর পরে কিংবা এখনো বার্সেলোনার দানি ওলমো ও পাউ ভিক্তরকে নিবন্ধন করানোর মতো আর্থিক সক্ষমতা নেই।’
মাঝেমধ্যে আমার মনে হয়, যারা আমাদের মাঠে হারাতে পারে না, তারা মাঠের বাইরে আমাদের হারানোর চেষ্টা করছে। বার্সার সভাপতি হিসেবে আমি এমন কিছু হতে দেব না। আমি ক্লাবের স্বার্থ রক্ষায় লড়াই চালিয়ে যাব।হোয়ান লাপোর্তা, বার্সা সভাপতি
প্রতারণার এমন অভিযোগ ওঠার পর খেপেছেন বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা। আজ রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের সেমিফাইনালের আগে ওঠা এ অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে বিবৃতিতে বলেছেন, ‘আমার মনে হচ্ছে, এটা কাকতালীয় কোনো ঘটনা নয়। আজকে আমাদের আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বেশ বড় এক ম্যাচ। আমাদের দলের মনোবল এলোমেলো করার আরেকটি চেষ্টা এটি। মাঝেমধ্যে আমার মনে হয়, যারা আমাদের মাঠে হারাতে পারে না, তারা মাঠের বাইরে আমাদের হারানোর চেষ্টা করছে। বার্সার সভাপতি হিসেবে আমি এমন কিছু হতে দেব না। আমি ক্লাবের স্বার্থ রক্ষায় লড়াই চালিয়ে যাব।’
গত বছর ওলমো ও ভিক্তরকে আর্থিক নীতির ফাঁকফোকর গলে অস্থায়ীভাবে কিনেছিল বার্সা। ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টিনসেনের চোট বার্সাকে সেই সুযোগ করে দিয়েছিল।