বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ষষ্ঠ রাউন্ডে বসুন্ধরা কিংস ৫-০ গোলে হারিয়েছে পুলিশ এফসিকে। ফকিরেরপুল ইয়ংমেনসের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের জয় ৩-০ ব্যবধানে। তবে এ রাউন্ডে জিততে পারেনি আবাহনী লিমিটেড। ফর্টিস এফসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।
ময়মনসিংহ রফিক উদ্দিন স্টেডিয়ামে কিংসের জয়টা প্রথমার্ধেই মোটামুটি নিশ্চিত হয়ে যায়। জোড়া গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজ। প্রথমটি ১০ মিনিটে, দলেরও প্রথম গোল সেটি। তিন মিনিট পর ২-০ করেন জনি। ৩৮ মিনিটে জোনাথন নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি এনে দেন। বিরতির পাঁচ মিনিট পর ম্যাচ স্কোরলাইন ৪–০ করেন রাকিব হোসেন। যোগ করা সময়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েলের গোলে ব্যবধান আরও বেড়েছে।
চতুর্থ রাউন্ডে কিংস হেরেছিল ঢাকা আবাহনীর কাছে ১-০ গোলে। পঞ্চম রাউন্ডে যোগ করা সময়ে গোল করে ব্রাদার্সের সঙ্গে কোনোমতে হার এড়ায় চ্যাম্পিয়নরা (১-১) । খারাপ সময়ের বৃত্তে ঘুরপাক খাওয়া ভ্যালেরি তিতের দল দুই ম্যাচ পর ঘুরে দাঁড়িয়েছে।
তবে আবাহনী লিমিটেডের জন্য ষষ্ঠ রাউন্ডটা ভালো যায়নি। ফর্টিস তাদের হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনীকে গোল করতে দেয়নি। নিজেরাও গোল পায়নি। ম্যাচ শেষ পর্যন্ত গোলশূন্য। আগের দুই রাউন্ডে কিংসকে ১-০ ও পুলিশকে ২-০ গোলে হারিয়েছিল। আজকের ড্রটি চলতি লিগে আবাহনীর প্রথম।
তবে এই ড্রয়েও আপাতত পয়েন্ট টেবিলে তিন থেকে দুইয়ে উঠে এসেছে আবাহনী। ৬ ম্যাচে ৪ জয়ে তাদের পয়েন্ট ১৩। তবে আগামীকাল ষষ্ঠ রাউন্ডে ওয়ান্ডারার্সকে হারালে রহমতগঞ্জ আবার উঠে আসবে দুইয়ে। আবাহনী নেমে যাবে তিনে। তৃতীয় জয়ে ১০ পয়েন্ট নিয়ে কিংস আছে পাঁচে। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান।