ভিনিসিয়ুসের বিরুদ্ধে ঘৃণাসূচক প্রচারণার দায়ে স্পেনে চারজন গ্রেপ্তার

রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রএএফপি

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে অনলাইনে ঘৃণামূলক প্রচারণার দায়ে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল জানিয়েছে স্পেনের পুলিশ। গত ২৯ সেপ্টেম্বর ‘মাদ্রিদ ডার্বি’তে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়ালের ১–১ গোলে ড্র ম্যাচের আগে ভিনিসিয়ুসকে নিয়ে ঘৃণাসূচক প্রচারণায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আবেদন জানিয়ে তিনটি অভিযোগ করেছিল লা লিগা কর্তৃপক্ষ। এ নিয়ে তদন্ত শুরুর পর তাঁদের গ্রেপ্তার করা হলো।

আরও পড়ুন

মাদ্রিদ ডার্বির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রচারণা ভাইরাল হয়। স্পেনের পুলিশ ইএসপিএনকে জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভক্তদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় গিয়ে অপমানসূচক ও বর্ণবাদী মন্তব্য করতে প্ররোচিত করেছিলেন।’ তাঁদের লক্ষ্য ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ভক্তদের মাস্ক পরে যেতে বলা হয়েছিল যেন কেউ চিহ্নিত করতে না পারে। তবে বিবৃতিতে ভিনিসিয়ুসের নাম উল্লেখ করা হয়নি।

চ্যাম্পিয়নস লিগে রিয়ালের সর্বশেষ ম্যাচে হ্যাটট্রিক করেন ভিনিসিয়ুস
এএফপি

এ মাসের শুরুতে এই তদন্ত শুরু হয়। ১৪ ও ১৫ অক্টোবর ঘৃণাসূচক প্রচারণার দায়ে চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, যেহেতু এখনো তদন্ত চলছে, তাই আরও গ্রেপ্তারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভিনিসিয়ুস ২০১৮ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে স্পেনে প্রতিপক্ষ দলের সমর্থকদের কাছে বারবার বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন। গত বছর জানুয়ারিতে ভিনিসিয়ুসের জার্সি পরা কালো রংয়ের একটি প্রতিকৃতি রিয়ালের অনুশীলন গ্রাউন্ডের কাছাকাছি একটি সেতুর সঙ্গে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হয়। সেখানে ব্যানারে লেখা ছিল, ‘মাদ্রিদ রিয়ালকে ঘৃণা করে।’

আরও পড়ুন

এরপর গত ডিসেম্বরে এই কাজে জড়িত থাকার সন্দেহে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর চার সমর্থকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা তাঁদের বিরুদ্ধে চার বছর কারাবাসের শাস্তি চেয়েছেন।

গত বছর মে মাসে লা লিগার ম্যাচে ভিনিসিয়ুসের সঙ্গে বর্ণবাদী আচরণের দায়ে জুনে ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়। স্পেনে এমন ঘটনার রায় দেওয়ার নজির সেটাই প্রথম। গত মাসে মাদ্রিদ ডার্বির ম্যাচও ১৫ মিনিটের জন্য থামানো হয়েছিল। কারণ, দ্বিতীয়ার্ধে আতলেতিকোর সমর্থকেরা মাঠে লাইটারসহ বিভিন্ন বস্তু ছুড়ে মেরেছিলেন। এতে জরিমানা দেওয়ার পাশাপাশি নিজেদের স্টেডিয়ামের একাংশে দর্শকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয়েছিল আতলেতিকো।

আরও পড়ুন