ম্যানচেস্টার সিটির দুর্দশা চলছেই, হারল টানা ৫ ম্যাচ

টটেনহামের চতুর্থ গোলটি করছেন ব্রেনান জনসনরয়টার্স

ম্যানচেস্টার সিটি ০: ৪ টটেনহাম

আবারও হেরেছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা সব প্রতিযোগিতা মিলিয়ে হারল টানা পঞ্চম ম্যাচ। শনিবার তাদের সর্বশেষ হারটি উপহার দিয়েছে টটেনহাম। একটি–দুটি নয়, সিটির মাঠে সিটিকে ৪–০ গোলে হারিয়েছে টটেনহাম। ২০০৬ সালের এই প্রথম টানা পাঁচ ম্যাচ হারল সিটি।

 সিটির দুঃখের রাতে টটেনহামের জয়ে সবচেয়ে বড় অবদান জেমস ম্যাডিসনের। জোড়া গোল করেছেন ইংলিশ মিডফিল্ডার। ১৩ ও ২০ মিনিটে ম্যাডিসনের ২ গোলের পর ৫২ মিনিটে পেদ্রো পোরোর ও যোগ করা সময়ে ব্রেনান জনসনের গোল ৪–০ গোলের জয় এনে দেয় টটেনহামকে।  ২০০৩ সালে আর্সেনালের কাছে ৫–১ গোলের হারের পর সিটির ঘরের মাঠে এটিই সবচেয়ে বড় হার।

৫২ ম্যাচ পর ঘরের মাঠে হেরেছে সিটি
রয়টার্স

ইতিহাদে টানা ৫২ ম্যাচে অপরাজিত থাকার পর প্রথম হারের স্বাদ পেল সিটি। সিটি ঘরের মাঠে সর্বশেষ হেরেছিল ২০২২ কাতার বিশ্বকাপের ঠিক আগে। দুই দিন আগে সিটির সঙ্গে কোচ পেপ গার্দিওলার চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়ানোর পর এই হারে প্রিমিয়ার লিগে হারের হ্যাটট্রিকও হয়ে গেছে সিটির। টানা পাঁচ হারের সঙ্গে কোচ হিসেবে ঘরের মাঠে এই প্রথম ৪ গোলে হারার স্বাদও পেলেন গার্দিওলা।

আরও পড়ুন

অক্টোবরে এই টটেনহামের কাছে লিগ কাপে হেরেই শুরু হয়েছে সিটির দুর্দশার যাত্রা। এরপর বোর্নমাউথ, স্পোর্তিং ও ব্রাইটনের কাছেও হারে দলটি।

 সর্বশেষ এই হারের পর ১২ ম্যাটে ২৩ পয়েন্ট নিয়ে সিটি দুইয়েই রইল। এক ম্যাচ কম খেলে লিভারপুল এগিয়ে ৫ পয়েন্টে। আর সিটিকে লজ্জা উপহার দেওয়া টটেনহাম এই হয়ের পর ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ছয়ে।