এবার আর্জেন্টাইন ক্লাবের সমর্থকদের পেটাল ব্রাজিলের পুলিশ

গ্যালারিতে আর্জেন্টাইন ক্লাবের সমর্থকদের ওপর চড়াও হয় ব্রাজিলের পুলিশএএফপি

দক্ষিণ আমেরিকা মহাদেশীয় ক্লাব ফুটবলের শীর্ষ টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেসে শেষ ষোলোর ফিরতি লেগ ম্যাচ খেলতে ব্রাজিলে গিয়েছিল আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জো। ব্রাজিলের বেলো হরিজেন্তের অ্যারেনা এমআরভি স্টেডিয়ামে স্বাগতিক আতলেতিকো মিনেইরোর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনের ক্লাবটি। ফিরতি লেগ ১-০ গোলে হেরে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানের হারে টুর্নামেন্ট থেকে বিদায় ঘটেছে সান লরেঞ্জোর। কিন্তু এই ম্যাচের ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলের পুলিশ। গ্যালারিতে আর্জেন্টিনার ক্লাবটির সমর্থকদের পিটিয়ে ছত্রভঙ্গ করেছে ব্রাজিলের পুলিশ।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্রায় এক হাজার সান লরেঞ্জোর সমর্থক ছিলেন গ্যালারিতে। ম্যাচের শেষ দিকে তাঁদের গ্যালারি থেকে বের করতে লাঠিপেটার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে ব্রাজিলের পুলিশ।

গ্যালারির ভেতরেই মাত্র কয়েক মিটার দূরত্ব থেকে কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়। এই গ্যাস বাতাসের সঙ্গে মিশে মাঠেও ছড়িয়ে পড়ে এবং দুই দলের খেলোয়াড়েরাই তাতে আক্রান্ত হন। মাঠেই কেউ কেউ বমি করেছেন। স্বাগতিক দলের সমর্থকেরাও পুলিশের এই সহিংস আচরণের শিকার হন। স্পেনের সংবাদমাধ্যম এএস জানিয়েছে, নিরাপত্তা ভেস্ট, হেলমেট ও দাঙ্গা ঠেকানোর বর্ম নিয়ে গ্যালারিতে ঢুকেছিল কয়েক ডজন পুলিশ। অন্য সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএস জানিয়েছে, গ্যালারিতে ‘পেপার স্প্রে’ও (মরিচের গুঁড়া) মেরেছে পুলিশ।

গ্যালারিতে কাঁদানে গ্যাসের শেলও ছুড়েছে পুলিশ
এএফপি

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, গ্যালারিতে পুলিশ আক্রমণ শুরু করায় রেফারি ফেলিপে গঞ্জালেস দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে খেলা বন্ধ করেন। দুই দলের খেলোয়াড়েরা ড্রেসিংরুমে না ফিরে মাঠেই ছিলেন। প্রায় ৬ মিনিট বন্ধ ছিল খেলা। এরপর খেলা শুরু হলেও তখন আর ম্যাচে কারও তেমন মনোযোগ ছিল না। যোগ করা সময়ও বেশি দেওয়া হয়নি। বিভিন্ন প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে অন্তত একজন গ্রেপ্তার হয়েছেন এবং আরেকজন রাবার বুলেটে আহত হন।

আরও পড়ুন

ব্রাজিলের পুলিশ কেন গ্যালারিতে ঢুকে আর্জেন্টিনার ক্লাবটির সমর্থকদের ওপর সহিংসতা চালাল, তার কারণ নিশ্চিত করতে পারেনি কোনো সংবাদমাধ্যম। এএস জানিয়েছে, দুই দলের সমর্থকদের মধ্যে দাঙ্গার কোনো ঘটনা জানা যায়নি। এমনকি সমর্থকদের মাঠে ঢুকে পড়ার ঘটনাও ঘটেনি।

আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে ব্রাজিলের পুলিশের সহিংস ঘটনা নতুন কিছু না। গত বছর নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ব্রাজিলের পুলিশের সঙ্গে আর্জেন্টিনার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে তখন স্থানীয় আয়োজকদের কড়া সমালোচনার শিকার হতে হয়। গত বছর কোপা লিবার্তাদোরেস ফাইনালে বোকা জুনিয়র্স ও ফ্লুমিনেন্সের মধ্যকার ম্যাচের আগেও আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে সহিংস আচরণ করেছিল রিও ডি জেনিরোর মিলিটারি পুলিশ।

আরও পড়ুন