এত টাকা খরচ করে ফুটবল ম‍্যাচ দেখেনি কেউ

জুন–জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ।ফিফা

ফুটবলে সবচেয়ে বড় ম্যাচ কোনটি?

বিশ্বকাপ ফাইনাল...! এটাই হওয়ার কথা। গোটা দুনিয়া থেকে বাছাই করা দলগুলো ফিফা বিশ্বকাপে খেলে। সেই বিশ্বকাপটা হয় আবার প্রতি চার বছরে একবার। বিশ্বজুড়ে ফুটবলের উন্মাদনা তৈরি করা ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণ হয় যে ম্যাচে, সেই ফাইনালই তো ফুটবল–দুনিয়ার সবচেয়ে বড় ম্যাচ।

কেউ কেউ অবশ্য উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের কথাও বলতে পারেন। পৃথিবীর প্রায় সব মহাদেশে চ্যাম্পিয়নস লিগ হলেও ইউরোপের চ্যাম্পিয়নস লিগ বিশেষভাবে আলাদা। জনপ্রিয়তায়, তারকার সমাগমে আর অর্থের ছড়াছড়ি মিলিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগও আলোড়ন তোলে গোটা বিশ্বেই।

তবে একটা জায়গা ফিফা বিশ্বকাপ এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল বেশ পেছনেই পড়তে যাচ্ছে। আগামী জুলাইয়ে এমন একটি ফুটবল ম্যাচ হতে চলেছে, যার টিকিটের দাম ইতিহাসের সবচেয়ে বেশি। এত বেশি দাম দিয়ে কেউ এর আগে কখনো মাঠে বসে ফুটবল ম্যাচ দেখেননি।

বলে রাখা ভালো, ইতিহাসগড়া দামের হিসাবে ভিআইপি টিকিট অন্তর্ভুক্ত নয়। শতকোটিপতি আর রাজন্যবর্গের টিকিট সব সময়ই আকাশছোঁয়া ছিল। দামে ইতিহাস হতে যাচ্ছে আমজনতার টিকিটে।

ফিফা ২০০০ সাল থেকে ক্লাব বিশ্বকাপ আয়োজন করে এলেও সেটি ছিল শুধু মহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে। অনুষ্ঠিত হতো প্রতিবছর (২০২৩ পর্যন্ত ২০ বার হয়েছে)। তবে চলতি বছর থেকে ফিফা ক্লাব বিশ্বকাপ হবে বর্ণাঢ্য আয়োজনে। অংশ নেবে ৬ মহাদেশের ৩২টি দল। ইন্টার মায়ামি ও আল আহলির ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে ১৪ জুন হার্ড রক স্টেডিয়ামে। এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার এক প্রতিবেদনে বলা হয়, ১৩ জুলাইয়ের ক্লাব বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ফুটবলে নতুন রেকর্ড গড়তে চলেছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ম্যাচটির সবচেয়ে সস্তা টিকিটের দাম ৬০০ ইউরো, সর্বোচ্চ ৮ হাজার ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় ৮২ হাজার টাকার বেশি থেকে ১১ লাখ টাকা পর্যন্ত।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল।
রয়টার্স

বিশ্বকাপ ফাইনাল বা উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কখনোই টিকিটের দাম এত বেশি ওঠেনি। ২০২২ সালের ডিসেম্বরে কাতারের দোহায় অনুষ্ঠিত আর্জেন্টিনা–ফ্রান্স ফাইনালে টিকিটের দাম ছিল ২০৭ ইউরো থেকে ১ হাজার ৬০০ ইউরো পর্যন্ত, উদ্বোধনী ম্যাচে ছিল ৫৫ থেকে ৬২০ ইউরো।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সবচেয়ে বেশি দামের টিকিট ছাড়া হচ্ছে এবার। মিউনিখের ফাইনালে সবচেয়ে কম দামের টিকিট কিনতে লাগবে ৭০ ইউরো, সবচেয়ে দামি টিকিট ৯৬০ ইউরো।

কিছু ম্যাচে অফিশিয়াল টিকিট বিক্রি শেষ হয়ে গেলে রিসেল মার্কেটে পাওয়া যায়। তখন দাম বাড়ে। ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম রিসেল মার্কেটে ৬ হাজার থেকে ৮ হাজার ইউরো পর্যন্ত বিক্রি হচ্ছে। এমন নয় যে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা কম। মাঠটিতে একসঙ্গে খেলা দেখতে পারবেন ৮২ হাজার ৫০০ দর্শক।

ফিফা ক্লাব বিশ্বকাপে মোট ১০০ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে, যা ২০২২ কাতার বিশ্বকাপে ছিল ৪৪ কোটি।

খেলাধুলার সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে টিকিটের দাম সব সময়ই একটু বেশি থাকে। গত বছর রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা যখন নিউইয়র্কে প্রাক্‌–মৌসুম ম্যাচ খেলতে নেমেছিল, তখন টিকিটের দাম পড়েছিল ২০০ থেকে ৪ হাজার ইউরো পর্যন্ত। সে ক্ষেত্রে রিয়াল–বার্সার এল ক্লাসিকোর বিশেষত্ব ছিল। কিন্তু আসন্ন ক্লাব বিশ্বকাপ ফাইনালে কোন কোন দল খেলবে, সেটাই কেউ জানে না।

মেটলাইফ স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে এনএফএলের জেটস ও জায়ান্টস। ভিন্ন ধারার সূচির কারণে আমেরিকান ফুটবলের দল দুটি একে অপরের মুখোমুখি হয় প্রতি চার বছরে একবার। স্বাভাবিকভাবেই এ নিয়ে দর্শক চাহিদা থাকে তুঙ্গে। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে হওয়া ডার্বি ম্যাচটিতেও টিকিট কেনা গেছে ২০০ ইউরোয়। অর্থাৎ সব দিক থেকেই ফুটবলের সবচেয়ে দামি টিকিটের ম্যাচ হতে যাচ্ছে ২০২৫ ক্লাব বিশ্বকাপের ফাইনাল।

আরও পড়ুন

যেসব টিকিটের চাহিদা বেশি

১৪ জুনের উদ্বোধনী ম্যাচে লিওনেল মেসির দলের খেলা। মিসরের ক্লাব আল আহলির বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচটির টিকিটের দাম ২০০ থেকে ১ হাজার ইউরো। রিয়াল মাদ্রিদ গ্রুপ পর্বে যে তিনটি ম্যাচ খেলবে, সব কটির টিকিট বিক্রি হয়ে গেছে। এখন রিসেল মার্কেটে পাওয়া যাচ্ছে। সেখানে জোড়া টিকিট বিক্রি হচ্ছে ৯০০ ইউরোয়, একটি কিনলে ৬৫০ ইউরো।

ভৌগোলিক নৈকট্যের কারণে বিপুল সংখ্যক দক্ষিণ আমেরিকান দর্শকও যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখে থাকেন। যেমন এরই মধ্যে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের তিন ম্যাচের টিকিটই বিক্রি হয়ে গেছে।

প্রাইজমানিতেও রেকর্ড

টিকিট দামের মতো প্রাইজমানিতেও রেকর্ড গড়তে চলেছে ক্লাব বিশ্বকাপ। ফিফা জানিয়েছে, এবারের আসরে মোট ১০০ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে, যা ২০২২ কাতার বিশ্বকাপে ছিল ৪৪ কোটি। ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১২ কোটি ৫০ লাখ ডলার, যা কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার জন্য ছিল ৪ কোটি ৪২ লাখ।