আনচেলত্তি ‘ফাঁকি’ দেওয়ার পর ব্রাজিলের স্থায়ী কোচ হবেন কে

আবেল ফেরেইরা, ফার্নান্দো দিনিজ ও হোর্হে জেসুসএক্স

বিনা মেঘে বজ্রপাত? ‘মেঘ’ কিছুটা ছিল বটে, তবে ‘বজ্রপাত’ হবে—সেই আন্দাজ কি ছিল? সম্ভবত না। রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনচেলত্তির গতকাল চুক্তি নবায়নের খবর ব্রাজিলের সমর্থকদের জন্য বজ্রপাতই। ব্যাপারটা যে একদম আঁচ করা যায়নি, তা অবশ্য নয়। স্প্যানিশ সংবাদমাধ্যমে কিছুদিন ধরে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, ব্রাজিলের দায়িত্ব না নিয়ে রিয়ালের সঙ্গেই চুক্তি নবায়ন করবেন ইতালিয়ান এই কোচ। কিন্তু এমন গুঞ্জন তো কতই শোনা যায়। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সাবেক সভাপতি এদনালদো রদ্রিগেজ বেশ কয়েকবার আনচেলত্তির দায়িত্ব নেওয়ার নিশ্চয়তা দিয়েছিলেন। কিন্তু দিন বদলেছে। আদালতের নির্দেশে এদনালদো রদ্রিগেজ সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর ধীরে ধীরে আনচেলত্তিকে নিয়ে পাশার দানও পাল্টে গেল!

আরও পড়ুন

সিবিএফের সূত্র মারফত ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো এর আগে জানিয়েছিল, রিয়ালে ২০২৪ সালের জুনে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আনচেলত্তি ব্রাজিলের কোচ হবেন। অর্থাৎ ২০২৪ কোপা আমেরিকা থেকে ব্রাজিলের কোচ হবেন আনচেলত্তি—সবার এই হিসাবকে আরও নিশ্চিত করেছিল বার্তা সংস্থা এএফপির খবর। গত জুলাইয়ে তারাও জানিয়েছিল, কোপা আমেরিকা থেকে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি এবং তত দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকবেন ফার্নান্দো দিনিজ। কিন্তু আনচেলত্তি রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করে ব্রাজিলিয়ান এ আশায় জল ঢেলেছেন। সিবিএফকে তাই স্থায়ী কোচ সন্ধানে কেঁচে গণ্ডূষ করতে হবে। মানে, দিনিজকে স্থায়ী নিয়োগ না দিলে কোচ খোঁজার প্রক্রিয়া আবার নতুন করে শুরু করতে হবে। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বাদ পড়ার পর থেকেই স্থায়ী কোচের সন্ধান করছিল। ক্রোয়েশিয়ার কাছে সেই হারের পর ব্রাজিল কোচের দায়িত্ব ছেড়েছিলেন তিতে।

কার্লো আনচেলত্তি
এএফপি

আনচেলত্তিকে নিয়ে ব্রাজিল স্বপ্ন দেখার আগে স্থায়ী কোচ হিসেবে আরও অনেকের নামই আলোচনায় উঠে এসেছিল। আল হিলালের কোচ হোর্হে জেসাস, পালমেইরাসের আবেল ফেরেইরা এবং এখন অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা দিনিজের নাম উঠে এসেছে আলোচনায়। আনচেলত্তি ‘না’ করে দেওয়ার পর এখন স্থায়ী কোচ হিসেবে কাকে বেছে নিতে পারে ব্রাজিল? দেশটির সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ এমন সম্ভাব্য কয়েকজনের নাম প্রকাশ করেছে। আসুন জেনে নিই তাঁদের ব্যাপারে—

আরও পড়ুন

আবেল ফেরেইরা

জন্ম পর্তুগালে। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে কোচিংয়ে নামেন ২০১১ সালে। ২০২০ সালে পালমেইরাস কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ৯টি শিরোপা জিতেছেন। এর মধ্যে ২০২০ ও ২০২১ সালে জিতেছেন দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের শিরোপা কোপা লিবার্তোদোরেস। এ ছাড়া ব্রাজিলিয়ান সিরি আ জিতেছেন দুবার। পালমেইরাসে দুর্দান্ত জয়যাত্রার কারণে অনেকেরই বিচারে আবেল ফেরেইরা ব্রাজিলের স্থায়ী কোচ হওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছেন।

আবেল ফেরেইরা
এএফপি

ফেরেইরাকে ঘিরে ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে এর আগেও কথা উঠেছিল। গত নভেম্বরে-তিতে তখনো ব্রাজিলের কোচ—একটি সংবাদ সম্মেলনে ফেরেইরার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি ব্রাজিলের কোচ হতে চান কি না। ফেরেইরা তখন পালমেইরাসের প্রতি নিজের প্রতিশ্রুতি পালনের প্রত্যয় জানিয়েছিলেন।

হোর্হে জেসুস

তাঁর জন্মও পর্তুগালে। ৬৯ বছর বয়সী এই কোচ এখন সৌদি আরবের ক্লাব আল হিলালের দায়িত্বে। ২০১৯ সালে ফ্লামেঙ্গো কোচ হিসেবে ইতিহাস গড়েছিলেন জেসুস। কোপা লিবার্তোদোরেস জয়ের পাশাপাশি সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার ইতিহাস গড়ে ফ্লামেঙ্গোকে জিতিয়েছিলেন ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ। চার বছর আগে ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে দুর্দান্ত সাফল্যের জন্য এখনো জেসুসকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ায় সম্ভাব্যদের একজন হিসেবে দেখা হয়।

হোর্হে জেসুস
এএফপি

‘ও গ্লোবো’ জানিয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) জেসুসকে নিয়ে রক্ষণশীল মনোভাব আছে। তবে সম্ভাব্য কোচদের তালিকা থেকেও তাঁকে কখনো ফেলে দেয়নি সিবিএফ। এ বছরের জুনে সিবিএফ প্রথম পছন্দ হিসেবে আনচেলত্তির নাম ঘোষণার পর ‘প্ল্যান বি’ও জানিয়েছিল। আনচেলত্তি যদি না আসেন, তখন কোচের পদের জন্য অন্য প্রার্থীদের তালিকায় জেসুসকে রেখেছিল সিবিএফ। পর্তুগিজ এই কোচ অবশ্য ব্রাজিলে অতটা জনপ্রিয় নন। আল হিলালেও খুব ভালো করছেন জেসুস। কোচদের মধ্যে তাঁর পারফরম্যান্সই সেরা।

আরও পড়ুন

ফার্নান্দো দিনিজ

ব্রাজিলের স্থায়ী কোচ হিসেবে তাঁর নামটাই উঠে আসছে সবার আগে। ‘ও গ্লোবো’র ভাষায়, জাতীয় দলের স্থায়ী দায়িত্ব নেওয়ার দৌড়ে সবচেয়ে কাছাকাছি কেউ থেকে থাকলে তিনি দিনিজ। এর একটা অন্যতম কারণ তিনি এখনই ব্রাজিল জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ। আনচেলত্তির অপেক্ষায় থাকার এ সময়ে তাঁকে দায়িত্বটি দিয়েছে সিবিএফ। ফ্লুমিনেন্সের এই কোচ এ বছর কোপা লিবার্তোদোরেস জিতলেও পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির কাছে হেরেছেন ক্লাব বিশ্বকাপের ফাইনালে। খেলার কৌশলে মিল থাকায় তাঁকে ‘ব্রাজিলিয়ান গার্দিওলা’ বলা হয়।

ব্রাজিলের অন্তর্বর্তীকালিন কোচ ফার্নান্দো দিনিজ
এএফপি

তবে ব্রাজিলের স্থায়ী কোচ হওয়ার ব্যাপারে খোলাসা করে নিজের ইচ্ছার কথা কিছুই বলেননি দিনিজ, ‘সিবিএফ কী করে, সেটার জন্য অপেক্ষা করাই ভালো। আমার এটা নিয়ে ভাবনা নেই।’

ব্রাজিল জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দিনিজ কিন্তু এখনো বলার মতো সাফল্য পাননি। টানা চার ম্যাচ জয়শূন্য আছেন। সাফল্যের হার ৩৮.৯ শতাংশ। তবে ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়েরা দিনিজকে পছন্দ করেন। নেইমার থেকে সিনিয়র কিছু খেলোয়াড় এর আগে তাঁর প্রশংসা করেছেন। ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো লুই ফেলিপে স্কলারিও এই ব্রাজিলিয়ানের প্রশংসা করেছেন।