মধ্যবর্তী দলবদলের মধ্যেই চলবে লিগের দ্বিতীয় পর্বের খেলা
২৫ জানুয়ারি চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম পর্বের খেলা শেষ হওয়ার কথা। মধ্যবর্তী দলবদলের তারিখ নির্ধারিত ছিল ৫ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত। এরপর জাতীয় দলের খেলা আর পবিত্র ঈদুল ফিতরের বিরতি মিলিয়ে দ্বিতীয় পর্বের খেলা শুরুর কথা ছিল এপ্রিলের প্রথম সপ্তাহে।
তবে পেশাদার লিগ ব্যবস্থাপনা কমিটি এ মৌসুমে মধ্যবর্তী দলবদলের মধ্যেই প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মধ্যবর্তী দলবদলের মধ্যেই প্রিমিয়ার লিগের দুই রাউন্ডের খেলা হবে ফেব্রুয়ারি মাসে।
কয়েক মৌসুম ধরে মধ্যবর্তী দলবদলের প্রথা চালু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লিগের দলগুলো এই মধ্যবর্তী দলবদলেই প্রথম পর্বের দুর্বলতা খুঁজে নতুন খেলোয়াড় টানে। এবার পেশাদার লিগ ব্যবস্থাপনা কমিটি ২৫ জানুয়ারি লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর ১ থেকে ২৮ ফেব্রুয়ারি মধ্যবর্তী দলবদল করার তারিখ নির্ধারণ করেছে। এরপর ১৬ ও ১৭ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের প্রথম রাউন্ড এবং ২০ ও ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ডের খেলা হবে।
২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ সামনে রেখে এরপর শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ওই ম্যাচ আর ঈদুল ফিতরের পর শুরু হবে দ্বিতীয় পর্বের বাকি খেলাগুলো। ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগের দুই রাউন্ডের জন্য চূড়ান্ত খেলোয়াড় তালিকা জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১ থেকে ১০ ফেব্রুয়ারি। এরপর মধ্যবর্তী দলবদল সাপেক্ষে লিগের পরের রাউন্ডের জন্য নতুন করে খেলোয়াড় তালিকা জমা দেওয়ার সুযোগও রাখা হয়েছে।
এ ব্যাপারে ক্লাবগুলোতে চিঠিও পাঠিয়েছে ফেডারেশন। এই চিঠিতে পেশাদার লিগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের সঙ্গে আছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সই। মধ্যবর্তী দলবদলের সময়ই প্রিমিয়ার লিগের দুই রাউন্ডের খেলা আয়োজনের ব্যাপারে পেশাদার লিগ ব্যবস্থাপনা কমিটি কোনো সভা করে সিদ্ধান্ত নেয়নি বলেই সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে চিঠিতে যেহেতু জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধানের সই আছে, তাঁর সঙ্গে আলোচনা করেই পেশাদার লিগ কমিটি সিদ্ধান্তটি নিয়েছে বলেই মত সবার। চিঠিতে এ সিদ্ধান্তের ব্যাপারে জাতীয় ফুটবল দল ও দেশের ফুটবলের বৃহত্তর স্বার্থের কথা উল্লেখ আছে।