লামিনে ‘মেসি’ ইয়ামাল
স্পেনের কনটেন্ট ক্রিয়েটর আদ্রি কন্ত্রেরাসকে কথাটা কয়েক দিন আগে বলেছেন রাফিনিয়া, ‘লামিনে বেশ কয়েকটি ব্যালন ডি’অর জিতবে...অন্তত তিনটি।’
ক্লাব সতীর্থের মুখের কথা মুখে থাকতেই যেন ভবিষ্যৎটা দেখিয়ে দিলেন ইয়ামাল। কোপা দেল রে-তে গতকাল রাতে বার্সেলোনা কোয়ার্টার ফাইনালে ওঠার পথে রিয়াল বেতিসকে হারিয়েছে ৫-১ গোলে। গোল করেছেন আলাদা পাঁচজন খেলোয়াড়। তবু বার্সার ১৭ বছর বয়সী এই উইঙ্গারকে নিয়ে আলাদা করে কথা হচ্ছে। এই ম্যাচ নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর শিরোনামও ইয়ামাল। কারণ?
ইয়ামাল নিজে গোল করেছেন একটি, করিয়েছেন আরও দুটি। অফসাইডের কারণে তাঁর একটি গোল বাতিলও হয়েছে। আর ম্যাচজুড়ে ছান্দসিক খেলা তো ছিলই। প্রতিপক্ষকে ‘নাটমেগ’ করেছেন, ফেলেও দিয়েছেন শরীরী ডজে, পাশাপাশি উইং চিরে ফেলা দৌড় তো ছিলই। ফুটেছে ড্রিবলিংয়ের সৌন্দর্যও। এমন একটা ম্যাচের পর ইয়ামাল প্রশংসায় ভেসে যাবেন, সেটাই স্বাভাবিক। বার্সার মিডফিল্ডার গাভি যেমন বলেছেন, লিওনেল মেসির পরই বিশ্বের সেরা ফুটবলার ইয়ামাল!
পুরো শক্তি নিয়ে নামেনি বার্সা। রবার্ট লেভানডফস্কি, মার্ক কাসাদো, আলেহান্দ্রো বালদেকে বিশ্রাম দিয়েছিলেন কোচ হান্সি ফ্লিক। গাভি-ইয়ামালদের কাঁধে তাই অতিরিক্ত দায়িত্বও ছিল। বয়সে তরুণ হলে কী হবে, দায়িত্ব পালনে কোচের কাছ থেকে নিশ্চয়ই এক শতে এক শই পাবেন তাঁরা। ইয়ামাল পেতে পারেন দুই শ! ২৭ মিনিটে জুলস কুন্দেকে দিয়ে করানো গোলে নিখুঁত লবটির জন্য কিংবা ৫৮ মিনিটে রাফিনিয়ার গোলের আগে প্রতি–আক্রমণের শুরুটা করার জন্যও। আর ৭৫ মিনিটে তাঁর নিজের গোলটি তো আছেই।
চলতি মৌসুমে ২৪ ম্যাচে ৯ গোলের পাশাপাশি ১৩টি গোল করালেন ইয়ামাল। পারফরম্যান্সের এ ধারাবাহিকতা বজায় থাকলে ব্যালন ডি’অর হাতে আসতে বাধ্য। মেসি যেমন মৌসুমের পর মৌসুম ধরে সেটাই ধরে রেখে জিতেছেন ৮টি ব্যালন ডি’অর। কাল ইয়ামালের খেলা দেখে বার্সারই সাবেক উইঙ্গার জেরার্দ দেউলেফেউ যেমন এক্স-এ লিখেছেন, ‘মেসি ও নেইমার মিলিয়েই কি সে?’
লিওনেল মেসির পর সেই সেরাইয়ামালকে নিয়ে বার্সা মিডফিল্ডার গাভি
উত্তর খুঁজে নিতে পারেন একটি পরিসংখ্যানে—ইউরোপের শীর্ষ ৭ লিগ মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ইয়ামালই সবচেয়ে সফল ড্রিবলার (১৫৩)। শুধু ড্রিবলিংয়ে এই সাফল্য হার নয়, ইয়ামালের খেলার ধরনেও বার্সার সেই তরুণ মেসিকে কারও কারও মনে পড়ে।
গাভি যেমন ইয়ামালের প্রশংসায়ও ইন্টার মায়ামি তারকাকে টানলেন ম্যাচ শেষে। জানতে চাওয়া হয়েছিল, ইয়ামাল এ মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার কি না? গাভির উত্তর, ‘হ্যাঁ সে-ই। লিওনেল মেসির পর সেই সেরা।’ বার্সা কোচ ফ্লিকও গাভির সঙ্গে একমত। তবে সেটা অভিভাবকসুলভ দৃষ্টিভঙ্গি থেকে, ‘গাভি আবেগী, তবে আমিও তাই মনে করি। আমরা সেটা দেখতেও পাচ্ছি। বড় ম্যাচে বড় প্রতিভারা পারফরম্যান্স করে এবং সে এটা অনেকবারই করে দেখিয়েছে। সে খুব ভালো পথে আছে, তবে তার যত্ন নিতে হবে আমাদের।’