কর ফাঁকির মামলায় বিচার শুরু আনচেলত্তির, হতে পারে ৪ বছরের জেল

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিছবি: রয়টার্স

আয় গোপন করার অভিযোগে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির বিরুদ্ধে মামলা করেছিল স্পেনের কর কর্তৃপক্ষ। সেই মামলার বিচার শুরু হয়েছে আজ।

দোষী সাব্যস্ত হলে ৪ বছর ৯ মাসের কারাদণ্ড হতে পারে আনচেলত্তির, জরিমানা হতে পারে ৩২ লাখ ইউরো (প্রায় ৪২ কোটি টাকা)। তবে নিজেকে নির্দোষ দাবি করে আনচেলত্তি বলেছেন, তিনি কখনো জালিয়াতি করার কথা ভাবেননি।

স্পেনের রাজধানী মাদ্রিদের প্রাদেশিক আদালতে স্থানীয় সময় সকাল ১০টায় বিচার কাজ শুরু হয়েছে। গত রাতে রিয়াল মাদ্রিদকে কোপা দেল রের ফাইনালে তোলা আনচেলত্তি আজ সকাল সকাল চলে আসেন আদালতে। সঙ্গে ছিলেন রিয়ালের সহকারী কোচ ও তাঁর ছেলে দাভিদ আনচেলত্তি, দ্বিতীয় স্ত্রী মারিয়ান বারেনা ম্যাকক্লে ও সৎ মেয়ে ক্লোয়ি ম্যাকক্লে।

আদালতে প্রায় ৪০ মিনিট শুনানি হয়েছে। এ সময় আনচেলত্তি বলেন, ‘আমার কাছে সবকিছু ঠিকঠাক মনে হয়েছে। আমি কখনো জালিয়াতি করার কথা ভাবিনি।’

আজ সকাল সকাল আদলতে হাজির হন আনচেলত্তি
ছবি: রয়টার্স

২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের প্রধান কোচ হয়ে আসেন আনচেলত্তি। প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেন ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত। ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান সেই সময়েই চিত্রস্বত্ব ও অন্যান্য উৎস থেকে যে অর্থ আয় করেছিলেন, তা থেকে ১০ লাখ ইউরো (বর্তমানে ১৩ কোটি ১১ লাখ টাকার বেশি) কর বিভাগকে পরিশোধ করেননি বলে অভিযোগ।

আনচেলত্তি আদালতকে জানান, ২০১৩ সালে রিয়ালের কোচ হওয়ার সময় তাঁকে ৬০ লাখ ইউরো (বর্তমানে ৭৮ কোটি ৭০ লাখ টাকা) বেতনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এটি দেখভালের দায়িত্ব তিনি তাঁর ব্রিটিশ উপদেষ্টা ও ক্লাব কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিয়েছিলেন, ‘আমি ভেবেছিলাম এটা স্বাভাবিক ব্যাপার। কারণ, সেই সময়ের সব কোচ এবং আমার আগে দায়িত্ব পালন করা কোচও একই কাজ করেছিলেন।’

স্পেনের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের দাবি, আনচেলত্তি নিজেকে দেশটির করদাতা হিসেবে নিবন্ধন করলেও বেতনবহির্ভূত আয় দেখাননি। যার ফলে রাজস্ব বিভাগ ১০ লাখ ইউরো ক্ষতির সম্মুখীন হয়েছে। চিত্রস্বত্ব ও অন্যান্য উৎস থেকে আয় করা অর্থ গোপন রাখায় কৌঁসুলিরা আদালতের কাছে তাঁর ৪ বছর ৯ মাসের কারাদণ্ড ও ৩২ লাখ ইউরো (প্রায় ৪২ কোটি টাকা) জরিমানার আবেদন করেছেন।

তবে আদালতে আনচেলত্তি দাবি করেন, চিত্রস্বত্ব খেলোয়াড়দের জন্য যতটা গুরুত্বপূর্ণ, কোচদের জন্য ততটা নয়। কারণ, কোচদের জার্সি বিক্রি হয় না।

মাদ্রিদের আদালতে আজ প্রায় ৪০ মিনিট আনচেলত্তির শুনানি হয়
ছবি: রয়টার্স

স্পেন সরকার কয়েক বছর ধরে ফুটবল ব্যক্তিত্বদের কর ফাঁকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। ২০১৯ সালে রিয়ালের সাবেক কোচ জোসে মরিনিও কর ফাঁকির দায় স্বীকার করে এক বছরের স্থগিত কারাদণ্ড পান।

লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও দিয়েগো কস্তার বিরুদ্ধেও কর ফাঁকির অভিযোগ আনা হয়েছিল। তাঁরা প্রথমবার কর ফাঁকি দেওয়ায় সেটিকে লঘু অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। ২৪ মাসের কম কারাদণ্ড হওয়ায় স্পেনের আইন অনুযায়ী তাঁদের জেল খাটতে হয়নি।

আরও পড়ুন

আনচেলত্তির বিরুদ্ধে করা মামলার রায় কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে। এর আগে রাজস্ব বিভাগ বা কর কর্তৃপক্ষের সঙ্গে তাঁর সমঝোতা করার সুযোগ আছে।