আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে গত এপ্রিলে। এর পর থেকে সিংহাসন ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর আজ ফিফা প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে অবস্থানটা আরও দৃঢ় করেছে তারা।
বেড়েছে আর্জেন্টিনার রেটিং পয়েন্ট। ৭.৮ রেটিং পয়েন্ট বেড়েছে লিওনেল মেসির দলের। এর ফলে দুইয়ে থাকা ফ্রান্সের সঙ্গে ব্যবধান বাড়ল আর্জেন্টিনার। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১৮৫১.৪১। গত ২০ জুলাই প্রকাশিত আগের র্যাঙ্কিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট ছিল ১৮৪৩.৭৩।
এ মাসে বিশ্বজুড়ে মোট ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা খেলেছে দুটি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের অভিযানের শুরুতে মেসির গোলে ১–০ ব্যবধানে ইকুয়েডরকে হারায় আর্জেন্টিনা।
চোটে পড়ায় বলিভিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি মেসি। তবে তাঁর অভাব বুঝতেই দেননি বাকিরা। আনহেল দি মারিয়ার নেতৃত্বে ৩–০ গোলে বলিভিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে শতভাগ সাফল্যের কারণে রেটিং পয়েন্টও বেড়েছে আর্জেন্টিনার।
এদিকে ফ্রান্স ইউরো বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও প্রীতি ম্যাচে হেরে গেছে জার্মানির কাছে। সেটারই প্রভাব পড়েছে রেটিং পয়েন্টে। দুইয়ে থেকে গেলেও কিলিয়ান এমবাপ্পেদের রেটিং ২.৭৮ পয়েন্ট কমেছে।
আর্জেন্টিনার মতো রেটিং পয়েন্ট বেড়েছে ব্রাজিলেরও। তিনে থাকা ব্রাজিলও এ মাসে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচই জিতেছে।
র্যাঙ্কিংয়ে প্রথম থেকে সপ্তম পর্যন্ত অবস্থানের কোনো নড়চড় হয়নি। আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিলের পরেই আছে ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও নেদারল্যান্ডস।
বাংলাদেশও যথারীতি ১৮৯ নম্বরে আছে। তবে এ মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই ড্র করা জামাল ভূঁইয়ার দলের রেটিং পয়েন্ট ১.৭৯ বেড়েছে।
শীর্ষ দশে থাকা দলের মধ্যে এক ধাপ এগিয়েছে পর্তুগাল। এ মাসে ইউরো বাছাইয়ে দুটি ম্যাচই জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ৯ থেকে তারা উঠে এসেছে ৮ নম্বরে। পর্তুগিজদের জায়গা দিতে এক ধাপ নিচে নামতে হয়েছে ইতালিকে। সেরা দশের দল হিসাবে জায়গা ধরে রেখেছে স্পেন।
এশিয়ার দলগুলোর মধ্যে সবার ওপরে আছে জাপান। এক ধাপ এগিয়ে তারা উঠে এসেছে ১৯ নম্বরে। এ ছাড়া কাতার বিশ্বকাপে চমক দেখিয়ে সেমিফাইনালে ওঠা মরক্কোও এক ধাপ এগিয়েছে। আশরাফ হাকিমির দল এখন আছে ১৩ নম্বরে।