২৯ জেলা ফুটবল সংস্থার কমিটি ভেঙে দিয়েছে বাফুফে
প্রায় চার ঘণ্টা ধরে চলল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন নির্বাচিত কমিটির দ্বিতীয় সভা। সভায় জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম সভা শেষের ব্রিফিংয়ে জানান, জাতীয় দলের হেড কোচ কাবরেরার চুক্তির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী সাত দিনের মধ্যে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি তাঁর হাতেই রেখেছেন। তিনি এক সপ্তাহের মধ্যে সবার সঙ্গে বসে কাবরেরার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। নারী ফুটবল দলের ইংলিশ কোচ পিটার বাটলারকে নিয়েও সিদ্ধান্ত হওয়ার কথা সেই সভায়।
বাফুফের আজকের সভার বড় সিদ্ধান্ত—ভেঙে দেওয়া হয়েছে দেশের ২৯টি জেলা ফুটবল সংস্থার (ডিএফএ) কমিটি। নির্বাহী কমিটির প্রথম সভায় গঠিত ডিএফএগুলোর মনিটরিং কমিটি ৩৬টি ডিএফএর কমিটির ব্যাপারে পর্যালোচনা করে ২৯টির কমিটি ভেঙে দেওয়ার সুপারিশ করে।
ডিএফএর এই কমিটিগুলো ৫ আগস্ট সরকার পতনের পর থেকে প্রায় নিষ্ক্রিয় ছিল। এসব কমিটির অনেক সদস্যই সাবেক আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হওয়ায় সরকার পতনের পর থেকে তাঁরা পলাতক, কিংবা কোনো মামলায় গ্রেপ্তার।
ডিএফএগুলোকে নিয়ে পর্যালোচনা করে নিজেদের সুপারিশ দেওয়ার পর সেই মনিটরিং কমিটিও ভেঙে দেওয়া হয়েছে আজ। নিজেদের গঠিত মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুমোদন করে আবার সেই কমিটি ভেঙে দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে নির্বাচনের সময় ভেঙে দেওয়া ডিএফএগুলোর পাঠানো কাউন্সিলর তালিকা নিয়েও। তবে এসব প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম।
সভার আগে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল রেফারিজ কমিটির সঙ্গে বসেছিলেন। অনেক দিন ধরে পারিশ্রমিক আটকে থাকায় দেশের শীর্ষ পর্যায়ের রেফারিদের ক্ষোভ ছিল। নতুন কমিটি তাদের সময়কালে সব খেলায় রেফারিদের ভাতা দ্রুততম সময়ের মধ্যে পরিশোধ করার অঙ্গীকার করেছে। বকেয়াও পরিশোধ হবে ধাপে ধাপে। সভায় রেফারিজ একাডেমি গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
১ জানুয়ারি ২০২৫ থেকে প্রতিটি ম্যাচ পরিচালনার জন্য রেফারিদের ভাতা তিন হাজার থেকে চার হাজার টাকায় উন্নীত করা হয়েছে। ভাতা বাড়ানো হয়েছে সহকারী রেফারিদেরও। ম্যাচ পরিচালনা করতে যাওয়া–আসার খরচও দেওয়া হবে তাঁদের।
ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) অংশগ্রহণের জন্য ক্লাবগুলোর লাইসেন্সিং উন্মুক্ত করার সিদ্ধান্ত হয়েছে সভায়। এ ছাড়া বাফুফের বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হোসেনের চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।