ফুটবলকে আবার নতুন করে চিন্তা করার কথা বললেন ক্রীড়ামন্ত্রী
এর আগে কখনো বসুন্ধরা কিংস অ্যারেনায় যাননি নাজমুল হাসান। ক্রীড়ামন্ত্রী আজ সেখানে গেলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হাতে ট্রফি তুলে দিতে। সেই কাজ শেষে নাজমুল হাসান কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দেশের ক্রিকেটে পরিবর্তন এনেছেন নাজমুল হাসান। নিজের মন্ত্রিত্বের সময়ে ফুটবলকে আরেকটু টেনে তোলার চেষ্টা তিনি করবেন কি না—এমন প্রশ্নে মন্ত্রী ফুটবলকেই এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানালেন।
নাজমুল হাসানের কথা, ‘ফুটবল ও ক্রিকেট—দুটি দুই ধরনের খেলা। এটাকে এক কাতারে নেওয়ার চিন্তা ঠিক হবে না। তবে একটা কথা বলতে পারি, ফুটবল এখনো দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা।’
তাহলে সমস্যাটা হচ্ছে কোথায়? মন্ত্রী নিজেই তা জানেন বলে জানান। তবে বলেন, ‘যেটা মনে করছি, সেটা এখন বলব না। যেসব কারণে ফুটবল আগে জনপ্রিয় ছিল, ওই কারণগুলোর অনেকগুলো এখন অনুপস্থিত। কাজেই ফুটবলকে আবার নতুন করে চিন্তা করতে হবে। এর সবচেয়ে বড় দায়িত্ব ফেডারেশনের।’
কিংস অ্যারেনা কেমন দেখলেন, এ প্রশ্নে তিনি বলেন, ‘স্টেডিয়ামটা পুরোপুরি দেখা হয়নি। তবে এমনি দেখে বুঝেছি, খুবই সুন্দর। মাঠ তো অবশ্যই ভালো। ভেতরে সুযোগ-সুবিধা কেমন, জানি না। তবে আমি নিশ্চিত, ওনারা এটা আন্তর্জাতিক মানেই বানিয়েছেন।’
প্রশ্ন এসেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কবে শেষ হবে, তা নিয়েও। মন্ত্রী হওয়ার পর নাজমুল হাসান বলেছিলেন, এ বছর ডিসেম্বরে সরকার এটির সংস্কারকাজ শেষ করে দেবে। এ প্রসঙ্গে আজ তিনি বলেন, ‘আমি ওদেরকে (জাতীয় ক্রীড়া পরিষদ) অক্টোবর পর্যন্ত টার্গেট দিয়েছি। আশা করছি, অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে।’
বসুন্ধরা গ্রুপ নিজস্ব অর্থায়নে ক্রীড়া কমপ্লেক্স করেছে। নাজমুল হাসান এগিয়ে আসতে বললেন অন্য ক্লাবগুলোকেও, ‘দেশের উন্নয়ন যদি দেখতে চান, তাহলে ক্লাবগুলোকে নিজস্ব সুযোগ-সুবিধা তৈরি করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের বেসরকারি খাত ওই পর্যায়ে আসেনি। বসুন্ধরা শুরু করল, এটা দেখে আমি মনে করি অন্যরা উদ্বুদ্ধ হবে। শুধু সরকারের ওপর নির্ভরশীল হলে হবে না।’
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় একটা ক্রীড়া কমপ্লেক্স হতে পারে। কিন্তু অনেকেই মনে করেন, সেখানে ঠিক খেলাধুলার পরিবেশই নেই। এ নিয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এই মতামতের সঙ্গে আমি শতভাগ একমত। ওখানে ঢোকার পর পরিবেশটা খেলাধুলার মনে হয় না। এ নিয়ে আমি আমার বক্তব্য আগেই জানিয়েছি। কিন্তু এটা করা সম্ভব কি না, জানি না। তবে অবশ্যই উন্নতির সুযোগ আছে।’
কিংস টানা পঞ্চম শিরোপা জিতেছে প্রিমিয়ার লিগে। অন্যরা পারছে না কেন। এ নিয়ে প্রশ্নে কিংসের প্রশংসা করেন নাজমুল হাসান। তাঁর কথা অন্যরাও চ্যাম্পিয়ন হতে দল গড়েছে। কিন্তু কিংস ভালো খেলেছে, জিতেছে।
আগামী মাসে জাতীয় বাজেট। বাজেটে ক্রীড়া বরাদ্দ কেমন হতে পারে, প্রশ্ন হয়েছে এ নিয়েও। মন্ত্রী বলেন, ‘অনেক ফেডারেশন আছে, যাদের সম্পর্কে আমার ধারণা ছিল না। এ মাসের মধ্যে তা হয়ে যেতে পারে। আমরা চেষ্টা করব একটা পর্যালোচনা করতে। কোন ফেডারেশনকে, কী সহায়তা করা যায়, সেটা দেখব। সেই অনুযায়ী একটা বাজেট তৈরি করে আমরা জমা দেব।’