ফিরেই মেসির গোল, তবু জেতেনি মায়ামি

ফিরেই গোল পেয়েছেন মেসিএএফপি

লিওনেল মেসি চোটে পড়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ খেলে কোনোটিতেই জয় পায়নি ইন্টার মায়ামি। একটি ড্রয়ের বিপরীতে ছিল তিন হার। আজ মেজর লিগ সকারে (এমএলএস) কলোরাডোর বিপক্ষে তাই অন্তত ১০ মিনিটের জন্য হলেও মেসিকে পেতে চেয়েছিল ইন্টার মায়ামি। ১০ মিনিট নয়, আর্জেন্টাইন মহাতারকাকে পাওয়া গেল ৪৫ মিনিটের জন্য। আর মেসি নামতেই বদলে গেছে ম্যাচের দৃশ্যপট।

মাঠে নামার ১২ মিনিটের মধ্যে গোল করে পিছিয়ে থাকা মায়ামিকে সমতাতেও ফেরান মেসি। তবে মেসির গোলের পরও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মায়ামি। ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

আরও পড়ুন

গতকালই মেসির স্কোয়াডে ফেরার ঘোষণা দেয় মায়ামি। তবে চোট কাটিয়ে ফেরা আর্জেন্টাইন অধিনায়ক যে পুরো ম্যাচ খেলবেন না, তা অনেকটা নিশ্চিতই ছিল। বাংলাদেশ সময় আজ ভোরের ম্যাচটিতেও অনুমেয়ভাবেই বেঞ্চ থেকেই শুরু করেন মেসি। শুধু মেসিই নন, সের্হিও বুসকেতস এবং জর্দি আলবাকেও বেঞ্চে রেখে শুরু করে মায়ামি।

দলের সেরা তারকাদের ছাড়া মাঠে নামা মায়ামির বিপক্ষে প্রথমার্ধে বেশ ভালোই খেলে কলোরাডো। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোলও আদায় করে নেয় তারা। পিছিয়ে পড়া দলকে খেলায় ফেরাতে বিরতির পরপরই মেসিকে নামায় মায়ামি। মাঠে নেমেই দলকে দারুণভাবে উজ্জীবিত করে তোলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা। এরপর ৫৭ মিনিটে গোল করে দলকে সমতাতেও ফেরান মেসি।

মেসির গোল উদ্‌যাপন
এএফপি

ফ্রাঙ্কো নেগরির কাছ থেকে নিচু এক ক্রস পেয়ে শট নেন মেসি। বল পোস্টে লেগে জালে জড়ায়, ইন্টার মায়ামি ফিরে আসে ম্যাচে। মেসির গোলের পর উজ্জীবিত মায়ামির এগিয়ে যেতে সময় লাগে ৩ মিনিট। এই গোলেও ছিল মেসির অবদান। তাঁর তৈরি করা আক্রমণ থেকেই ডেভিড রুইজের পাসে গোল করেন লিওনার্দো আফোনসো।

আরও পড়ুন

এরপর অবশ্য একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মেসি, তবে কখনো প্রতিপক্ষ গোলরক্ষকের নৈপুণ্যে, আবার কখনো পোস্টের বাধায় দ্বিতীয় গোলটি পাওয়া হয়নি মেসির। এর মধ্যে অবশ্য ম্যাচের শেষ মুহূর্তে কোল বাসেতের গোলে সমতা ফেরায় কলোরাডো। এই গোলেই মূলত জয়বঞ্চিত হয় মায়ামি।

এ ড্রয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে মায়ামি। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২।