আর্জেন্টিনার বিপক্ষে ছয়টি পরিবর্তন ব্রাজিলের একাদশে

ব্রাসিলিয়ায় অনুশীলনে ব্রাজিল দলএএফপি

২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে বুধবার বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। হাই ভোল্টেজ এ ম্যাচে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র একাদশে ছয়টি পরিবর্তন এনেছেন জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম গ্লোবো।

চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। গত শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে যে একাদশ নিয়ে খেলেছে ব্রাজিল, সেই দলের ছয়জন থাকছেন না আর্জেন্টিনার বিপক্ষে প্রথম একাদশে, এমন খবরই জানিয়েছে গ্লোবো।

আরও পড়ুন

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের গোলপোস্টে ছিলেন আলিসন বেকার, বাঁ পাশের সেন্টার ব্যাক পজিশনে গ্যাব্রিয়েল মাগালাইস, সেন্ট্রাল মিডফিল্ডে ব্রুনো গিমারেস এবং গারসন। কলম্বিয়ার বিপক্ষে মাথায় চোট পেয়ে ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন আলিসন। একই ম্যাচে বাছাইপর্বে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞায় পড়েন গ্যাব্রিয়েল ও ব্রুনো এবং বাঁ ঊরুতে চোট পান গারসন। এই চার খেলোয়াড়ের বদলি হিসেবে গত পরশু স্কোয়াডে গোলকিপার ওয়েভরতন, ডিফেন্ডার বেরালদো, মিডফিল্ডার হোয়াও গোমেজ ও এদেরসনকে ডাকেন দরিভাল।

ব্রাজিল দলের কোচ দরিভাল জুনিয়র
এএফপি

কিন্তু গ্লোবো জানিয়েছে, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের একাদশে এই চার খেলোয়াড়ের জায়গায় বেন্তো, মুরিল্লো, আন্দ্রে ও জোয়েলিসতনকে খেলাবেন ব্রাজিল কোচ দরিভাল। কলম্বিয়ার বিপক্ষে আলিসন চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ায় পর তাঁর জায়গায় পোস্ট আগলেছেন আল নাসর গোলকিপার বেন্তো। আর্জেন্টিনার বিপক্ষে তাঁকেই দেখা যাবে একাদশে। গ্যাব্রিয়েলের জায়গায় রক্ষণের বাঁ পাশে খেলবেন করিন্থিয়ান্স সেন্টার ব্যাক মুরিল্লো। মাঝ মাঠে বাঁ পাশে গিমারেসের জায়গায় উলভারহ্যাম্পটনের ডিফেন্সিভ মিডফিল্ডার আন্দ্রে এবং ডানে গারসনের জায়গায় নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার জোয়েলিনতন খেলবেন।

আরও পড়ুন

গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনা ম্যাচে ব্রাজিলের একাদশে পরিবর্তন আছে আরও দুটি। কলম্বিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামা ফ্লামেঙ্গো রাইটব্যাক ওয়েসলি ফ্রাঙ্কা ও ম্যানচেস্টার সিটি উইঙ্গার সাভিনিওকে একাদশে খেলাবেন দরিভাল। ভ্যান্ডারসন ও রদ্রিগোর জায়গায় বদলি হিসেবে তাঁরা কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন। ওয়েসলি মোনাকো রাইটব্যাক ভ্যান্ডারসনের জায়গাতেই একাদশের হয়ে মাঠে নামবেন কিন্তু সাভিনিও আক্রমণভাগে সঙ্গী হবেন ভিনিসিয়ুস ও রদ্রিগোর। সে ক্ষেত্রে কলম্বিয়া ম্যাচে খেলা ব্রাইটন স্ট্রাইকার হোয়াও পেদ্রোর জায়গায় একাদশের হয়ে নামবেন সাভিনিও।

কলম্বিয়া ম্যাচে ভালো খেলেন ওয়েসলি
এএফপি

ওয়েসলি ও সাভিনিও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শেষ দিকে ভালো খেলায় তাঁদের একাদশে সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান এই সংবাদমাধ্যম। বুয়েনস এইরেসে যাওয়ার আগে আজ অনুশীলন করবে ব্রাজিল। বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মনুমেন্তাল স্টেডিয়ামে স্বাগতিক আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।

আরও পড়ুন

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ড্র করলেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে আর্জেন্টিনার। তবে এর আগেই পয়েন্ট তালিকার সপ্তম দল বলিভিয়া উরুগুয়ের কাছে হেরে গেলে, ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলবে আর্জেন্টিনা।

বিশ্বকাপের নতুন সংস্করণ অনুযায়ী, দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। সপ্তম দলটিকে খেলতে হবে আন্তমহাদেশীয় প্লে–অফ।