ইউরোপীয় ফুটবল: অপ্রতিরোধ্য লিভারপুল, রিয়াল-বার্সাকে টপকে আতলেতিকো-রাজ

উড়ন্ত সালাহই এখন দূরন্ত লিভারপুলের প্রতিচ্ছবিএএফপি
মাঝ মৌসুমে পার করছে ইউরোপীয় ফুটবলের ২০২৪-২৫ মৌসুম। প্রায় অর্ধেক মৌসুম শেষে ইংলিশ প্রিমিয়ার লিগে দাপট ধরে রেখেছে লিভারপুল, বিপরীতে আরও তলানিতে ম্যানচেস্টার সিটি। লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্য ভেঙে শীর্ষে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। সিরি ‘আ’ ও বুন্দেসলিগায় নিজেদের অগ্রযাত্রা ধরে রেখেছে আতালান্তা ও বায়ার্ন মিউনিখ। ইতালিয়ান লিগে আতালান্তা জিতেছে টানা ১১ ম্যাচ।

ইংলিশ প্রিমিয়ার লিগ: উড়ন্ত লিভারপুল, ডুবন্ত সিটি

ইংল্যান্ডে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে লিভারপুল। সর্বশেষ গতকাল রাতে টটেনহামকে তাদেরই মাঠে লিভারপুল উড়িয়ে দিয়েছে ৬-৩ গোলে। ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর নতুন মৌসুমটাকে লিভারপুলের জন্য বেশ চ্যালেঞ্জিংই মনে করা হচ্ছিল। কিন্তু ক্লপের অভাব যেন বুঝতেই দিলেন না আর্নে স্লট। গতিময় ও নান্দনিক ফুটবলে নিজের প্রথম মৌসুমেই লিভারপুলকে শিরোপার পথে নিয়ে যাচ্ছেন এই কোচ।

লিভারপুলের সাফল্যের বিপরীতে আরও নিচে নেমেছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের চ্যাম্পিয়নরা সর্বশেষ ৮ ম্যাচের ৬টিতে হেরে এখন নেমে গেছে ৭ নম্বরে। অন্য দিকে পয়েন্ট হারানোয় লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাতে পারল না দুইয়ে থাকা চেলসি।

ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ৫-১ গোলের বড় জয়ে তিন নম্বর স্থান ধরে রেখেছে আর্সেনাল। ইপিএলের পয়েন্ট তালিকার চার ও পাঁচে আছে চমক জাগানো দুই দল নটিংহাম ও বোর্নমাউথ। ব্রেন্টফোর্ডকে হারিয়ে চারে ওঠে এসেছে নটিংহাম। আর ম্যানচেস্টার ইউনাইটেডকে ওল্ড ট্রাফোর্ডে ৩-০ গোলে উড়িয়ে পঞ্চম স্থানে আছে বোর্নমাউথ।

আরও পড়ুন

লা লিগা: রিয়াল-বার্সার পতনে আতলেতিকোর উত্থান

দাপুটে শুরু করেও মাঝ মৌসুমে এসে পথ হারিয়েছে বার্সেলোনা। সর্বশেষ আতলেতিকো মাদ্রিদের কাছে হারার পর এক থেকে তিনে নেমে গেছে হান্সি ফ্লিকের দল। বার্সাকে ২-১ গোলে হারিয়ে সবার ওপরে ওঠা আতলেতিকোর পয়েন্ট ৪১।

সেভিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে দুইয়ে ওঠা রিয়ালের পয়েন্ট ৪০। আর ৩৮ পয়েন্ট নিয়ে তিনে বার্সা। এ বছর লা লিগায় আর কোনো ম্যাচ নেই। এখন নতুন বছরে বার্সা নতুন উদ্যমে ফিরতে পারে কি না সেটাই দেখার।

আরও পড়ুন

সিরি ‘আ’: আতালান্তার জয়রথ ছুটছেই

সিরি ‘আ’ কি তবে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে? এখনো এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় না আসলেও টানা ১১ ম্যাচ জেতা আতালান্তাকে নিয়ে আশাবাদী হওয়াই যায়। অবিশ্বাস্য গতিতে ছুটে চলা আতালান্তার ঠিক পেছনেই আছে নাপোলি। আতালান্তার ৪০ পয়েন্টের বিপরীতে নাপোলির পয়েন্ট ৩৮। ৩৪ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান আছে তিনে। সাবেক দুই পরাশক্তি জুভেন্টাস আছে ৬ আর এসি মিলান ৮ নম্বরে।

আরও পড়ুন

বুন্দেসলিগা: বায়ার্ন-লেভারকুসেনের লড়াই

বুন্দেসলিগায় জমে উঠেছে বায়ার্ন মিউনিখ ও বায়ার লেভারকুসেনের দ্বিমুখী লড়াই। আরবি লাইপজিগকে ৫-১ গোলে উড়িয়ে শীর্ষস্থান সুদৃঢ় করেছে বায়ার্ন। জবাবে একই ব্যবধানে ফ্রেইবুর্গকে হারিয়েছে লেভারকুসেনও।

১৫ ম্যাচ শেষে দুই দলের পয়েন্টের পার্থক্য ৪। সামনের দিনগুলোতে হয়তো শিরোপা লড়াই এ দুটির মধ্যেই সীমিত থাকবে। এ ছাড়া অন্যদের মধ্যে ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে চারে আছে লাইপজিগ।