ম্যাচের আগে বাংলাদেশ দলে জার্সি নিয়ে হযবরল অবস্থা

ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে বাংলাদেশ দলপ্রথম আলো

শিলংয়ের স্থানীয় সময় আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ-ভারত ফুটবল লড়াই। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী মুখোমুখি হবে এশিয়ান কপের বাছাইপর্বের প্রথম ম্যাচে। তার আগে বেলা আজ ১টায় জার্সি নিয়ে বাংলাদেশ দলে ভজকট অবস্থা।

বাংলাদেশ দল ২৪ জন খেলোয়াড় নিয়ে এসেছে শিলং। নিয়ম অনুযায়ী ২৩ জন খেলোয়াড়ের নাম জমা দিতে হবে। ওই ২৩ জনের জার্সি নম্বর হতে হবে ১ থেকে ২৩। ক্লাব ফুটবলে কেউ ৮০, কেউ ৯৯... ইত্যাদি নম্বর নিয়ে খেললেও জাতীয় দলের বেলায় সেই সুযোগ নেই। জাতীয় দলে ১-২৩-ই চূড়ান্ত।

আরও পড়ুন

শিলং আসার পর বাংলাদেশ দলের ২৪ জন থেকে প্রথমে বাদ পড়েন মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র। পরে সেই সিদ্ধান্ত বদল হয়। সোহেল রানার বদলে বাদ পড়েন ডিফেন্ডার শাকিল হোসেন। শাকিলকে বাদ দিয়ে ২৩ জনের নাম জমা দেওয়া হয় গতকাল ম্যানেজার্স মিটিংয়ে। কিন্তু গতকাল রাতে মিডফিল্ডার সৈয়দ শাহ কাজেম কিরমানির কুঁচকিতে চোট ধরা পড়ে। ফলে আজ সকালে তাঁকে বাদ দিয়ে শাকিলকে নেওয়া হয় এবং নতুন করে জমা দেওয়া হয় ২৩ জনের নাম। আর এতেই জার্সি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

সৌদি আরবে ক্যাম্প চলাকালে সতীর্থদের সঙ্গে কাজেম শাহ (বাঁ থেকে তৃতীয়)
বাফুফে

কাজেমের জার্সি নম্বর দেওয়া ছিল ২১। এখন যেহেতু কাজেম ২৩ জনে নেই, কিন্তু ২১ নম্বর তো অন্য কাউকে দিতে হবে। সেই অন্য কেউ হলেন স্ট্রাইকার আল আমিন, যাঁর জন্য আগে বরাদ্দ ছিল ১৬ অথবা ৯। এখন ১৬ নম্বর পাচ্ছেন সোহেল রানা জুনিয়র ও ৯ পাচ্ছেন শাহরিয়ার ইমন। দল চূড়ান্ত হওয়ার আগে কোচ একই জার্সিতে অন্তত দুজনের নাম প্রাথমিকভাবে দিয়ে রাখেন।

আরও পড়ুন

কিন্তু জার্সির পেছনে নাম থাকাতেই যত সমস্যা। ২১ নম্বর জার্সি থেকে এখন শাহ কাজেমের নাম তুলে লিখতে হবে আল আমিনের নাম। অথবা আল আমিনের আগের জার্সিতে দেওয়া নম্বর তুলে এখন সেখানে ২১ বসাতে হবে। ম্যাচের দিন কী এসব করার সময়! ক্ষোভ দল সংশ্লিষ্ট একজনের। আজ দুপুরে টিম হোটেলে এ নিয়ে ব্যতিব্যস্ত ছিল সংশ্লিষ্টরা। টিম সহকারী মহসিনকে দেখা গেল ব্যাগে জার্সি নিয়ে হোটেলের বাইরে যাচ্ছেন। আল আমিনের জার্সির পেছনে পরিবর্তিত নম্বর লাগাতে। সেই নম্বর আবার অন্যগুলোর মাপ মতো হতে হবে। কোথায় কীভাবে এই কাজ প্রিন্টিং করা হবে, চলছিল সেই খোঁজ।

শিলংয়ে জওরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ
প্রথম আলো

দল সংশ্লিষ্ট একজনের প্রশ্ন,  ‘২৩ জন কেন আগেই চূড়ান্ত করে আনা হলো না?  কেনইবা জার্সির পেছনে নাম?’  তিনি বলেন, ‘কে বাদ গেল না গেল সেটা ব্যাপার নয়। ব্যাপার হলো দলের ভেতর থাকা নানা অব্যবস্থাপনা। কোচ সিদ্ধান্তহীনতায় ভোগেন। যখন-তখন সিদ্ধান্ত বদলান। সকালে একজন বাদ তো বিকেলে আরেকজন।’

ফুটবলারদের জার্সির পেছনে নাম এখন অনেক দেশই দেয় না। বাফুফে সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিন চাইতেন জার্সির পেছনে নাম দিতে , যাতে সংশ্লিষ্ট খেলোয়াড়কে লোকে চেনে। সেই ধারাই চলছে এখনো। কিন্তু নাম ছাড়া জার্সি নিয়ে এলে এই সমস্যা হতো না বলছেন নাম প্রকাশে অনিচ্ছুক দল সংশ্লিষ্ট একজন।

তবে তিনি বলেন, ২৪ জন নিয়ে আসার একটা সুবিধাও পেয়েছে বাংলাদেশ।  কাজেম চোটে পড়ায় তার বিকল্প নেওয়া গেছে। যদিও আজ ২৩ জন তো আর খেলবে না। বদলিসহ ১৮ জনের নাম দিতে হবে ম্যাচের জন্য।