১২৩তম বর্ষপূর্তিতে রিয়াল মাদ্রিদের জানা–অজানা ১০
ফুটবল ইতিহাসের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। অর্জনের দিক থেকে এই দলটির ধারেকাছেও নেই অন্যরা। স্পেনের ঐতিহ্যবাহী ক্লাবটি উদ্যাপন করছে ১২৩তম জন্মবার্ষিকী। রিয়ালের জন্মদিনের মুহূর্তে জেনে নেওয়া যাক ক্লাবটির জানা-অজানা কিছু কথা।
রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামের আনুষ্ঠানিক নামকরণ করা হয় ১৯৫৫ সালে। দলের সাবেক খেলোয়াড়, কোচ ও প্রেসিডেন্ট সান্তিয়াগো বার্নাব্যুর নামে রাখা হয় এই স্টেডিয়ামটির নাম। সান্তিয়াগো বার্নাব্যু ১৯২১ থেকে ১৯২৬ সাল পর্যন্ত রিয়ালে খেলেছেন। কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ১৯২৬ থেকে ১৯২৭ সাল পর্যন্ত। আর ক্লাবটির সভাপতি হন ১৯৪৩ সালে। ৮২ বছর বয়সে মৃত্যুর আগপর্যন্ত ৩৪ বছর সভাপতির দায়িত্ব পালন করেন তিনি
রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু ইউরোপের তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম। ক্যাম্প ন্যু ও ওয়েম্বলি স্টেডিয়ামের পর এই স্টেডিয়ামটির অবস্থান। ধারণক্ষমতা ৮৪ হাজার ৭৪৪।
ইউরোপের সবচেয়ে সফলতম ক্লাবও রিয়াল। মাদ্রিদের ক্লাবটি ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছে ১৫ বার। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলান এই ট্রফি জিতেছে ৭ বার। অর্থাৎ রিয়ালের অর্ধেকের কম।
চ্যাম্পিয়নস লিগে একমাত্র দল হিসেবে সর্বোচ্চ ৫০১ ম্যাচ খেলেছে রিয়াল। এই তালিকায়ও তাদের ধারেকাছে নেই অন্যরা। তালিকার দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখ খেলেছে ৪০৫ ম্যাচ।
স্পেনের শীর্ষ স্তরের লিগ লা লিগার সর্বোচ্চ শিরোপাজয়ী দল রিয়াল। এখন পর্যন্ত ৩৬ বার এই ট্রফি জিতেছে তারা। এই তালিকার দুইয়ে আছে বার্সেলোনা। যারা জিতেছে ২৭ বার।
ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি শিরোপাজয়ী দল রিয়াল। এখন পর্যন্ত প্রতিযোগিতার ৫টি শিরোপা জিতেছে তারা।
রিয়াল মাদ্রিদের সঙ্গে জড়িয়ে আছে ‘মাদ্রিদিস্তা’ শব্দটি। যাঁরা রিয়ালের হয়ে খেলেন, কাজ করেন বা দলটিকে সমর্থন করেন, তাঁরাই মাদ্রিদিস্তা।
১৯০২ সালের ৬ মার্চ প্রতিষ্ঠাকালে রিয়ালের নাম ছিল মাদ্রিদ ফুটবল ক্লাব। ১৯২০ সালে রাজা ত্রয়োদশ আলফোনসো ‘রিয়াল’ শব্দটি নামের সঙ্গে যোগ করেন। মূলত রয়্যাল বা আভিজাত্যের প্রতীক হিসেবে এটির ব্যবহার শুরু হয়। একই সময়ে ক্লাবের প্রতীকে একটি রাজকীয় মুকুটও যোগ করা হয়।
ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে প্রথম ১০০ ট্রফি জেতা ক্লাব রিয়াল মাদ্রিদ। ২০২৩ সালে ক্লাব বিশ্বকাপ জয় দিয়ে এই মাইলফলক স্পর্শ করে তারা।
এক বছরে ১ বিলিয়ন বা ১০০ কোটি ইউরো আয় করা একমাত্র ক্লাব রিয়াল মাদ্রিদ। ২০২৩-২৪ মৌসুমে ১০৪ কোটি ৫৫ লাখ ইউরো (প্রায় ১৩ হাজার ৩১৪ কোটি টাকা) আয় করে ডেলয়েট মানি লিগের শীর্ষে অবস্থান করে স্প্যানিশ পরাশক্তি ক্লাবটি।