২৫ বছরের জন্য এম এ আজিজ স্টেডিয়াম ফুটবলের
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এত দিন ক্রিকেট-ফুটবল ভাগাভাগি করে হতো। কিন্তু এখন থেকে এখানে আর ক্রিকেট হবে না। ফুটবলের জন্য বন্দর নগরীর এই স্টেডিয়াম ২৫ বছরের জন্য বাফুফের অনুকূলে লিজ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ পরিষদ থেকে আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়েছে।
গত ২২ ডিসেম্বর ব্যাডমিন্টনের এক অনুষ্ঠানে এসে এম এ আজিজ স্টেডিয়াম বাফুফেকে দেওয়ার ব্যাপারটা প্রথম জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তখন তিনি বলেছিলেন, স্টেডিয়ামটি ১০ বছরের জন্য বাফুফেকে দেওয়া হয়েছে।
তবে সেদিনই বাফুফের তরফ থেকে জানানো হয়, ১০ বছরের জন্য স্টেডিয়াম নিয়ে কোনো লাভ নেই। কারণ, ফিফার আন্তর্জাতিক মানে এটি গড়ে তুলতে সময় লাগবে এবং প্রয়োজনীয় সুযোগ–সুবিধা নিশ্চিত করতে হবে। করতে হবে বড় বিনিয়োগ। ফলে অন্তত ২০-২৫ বছর দরকার।
তাই ২৫ বছরের জন্য স্টেডিয়ামটি চেয়ে এনএসসিকে ফের চিঠি দেয় বাফুফে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ২৫ বছরের জন্যই স্টেডিয়ামটি বাফুফেকে দিয়েছে সরকার।
স্টেডিয়াম বরাদ্দ দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ১২টি শর্ত দিয়েছে বাফুফেকে। স্টেডিয়ামের কোনো সংস্কার করতে হলে সেটি পরিষদকে জানিয়ে করতে হবে এবং সব ব্যয় বহন করতে হবে বাফুফেকেই।
স্টেডিয়ামে অবকাঠামোগত কোনো ক্ষতি হলে সেই ক্ষয়ক্ষতি ঠিক করার ব্যয় বাফুফের। স্টেডিয়ামের বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোনসহ সব ব্যয়ও বাফুফের। জাতীয় ও আন্তর্জাতিক খেলায় ১৫ শতাংশ গেট মানি ক্রীড়া পরিষদের অনুকূলে দিতে হবে।