বেনজেমা-কান্তের ভোট না পেয়েও ফ্রান্সের বর্ষসেরা এমবাপ্পে

আরেকটি স্বীকৃতি পেলেন এমবাপ্পেইনস্টাগ্রাম

কিলিয়ান এমবাপ্পের সাম্প্রতিক সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। মাঠের পারফরম্যান্সে উত্থান-পতনের পাশাপাশি চোটেও ভুগছেন তিনি। পারফরম্যান্স দিয়ে মন ভরাতে না পেরে রিয়াল মাদ্রিদ সমর্থকদের সমালোচনার মুখেও আছেন এই ফরোয়ার্ড। এসবের পাশাপাশি মাঠের বাইরের নানা বিতর্কও মনোযোগ নষ্ট করছে তাঁর।

তবে এর মধ্যেও দারুণ একটি সুখবর পেয়েছেন এমবাপ্পে। ২০২৩-২৪ সালের পারফরম্যান্সের জন্য পেয়েছেন ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এ নিয়ে চতুর্থবারের মতো এই পুরস্কারটি জিতলেন এমবাপ্পে।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেওয়া এই পুরস্কারটি এমবাপ্পে প্রথম জিতেছিলেন ২০১৮ সালে। পরের বছর অর্থাৎ ২০১৯ সালেও এই পুরস্কার উঠেছিল তাঁর হাতে। পরে অবশ্য বছরের পরিবর্তে মৌসুম বিবেচনায় নিয়ে এই পুরস্কার দেওয়া শুরু হয়। এরপর এমবাপ্পে তৃতীয়বারের মতো এই পুরস্কারটি জিতেছিলেন ২০২২-২৩ মৌসুমে।

আরও পড়ুন

গত মৌসুমে পিএসজির হয়ে নিজের শেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ গোল করেন এমবাপ্পে। আর দলের হয়ে লিগ আঁর শিরোপা জয়ের পাশাপাশি জিতেছেন ফ্রেঞ্চ কাপের ট্রফিও। এর মধ্যে তাঁর নেতৃত্বেই ইউরো ২০২৪ এর সেমিফাইনালে খেলেছে ফ্রান্স। আর এসবের স্বীকৃতিস্বরূপ এমবাপ্পে জিতেছেন দেশের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।  

নানা বিতর্কের মধ্যে থেকেও সুখবর পেলেন এমবাপ্পে
এএফপি

ভোটের দিক থেকে এমবাপ্পের ঠিক পরেই আছেন আর্সেনালের উইলিয়াম সালিবা। আর্সেনালের হয়ে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন এই ডিফেন্ডার। আর এ তালিকায় থাকা অন্য খেলোয়াড়টি হলেন এসি মিলান গোলরক্ষক মাইক মাইনিয়ঁ। এরপর চতুর্থ ও পঞ্চম হয়েছে এমবাপ্পের দুই রিয়াল মাদ্রিদ সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা ও অরেলিয়েঁ চুয়ামেনি।

আরও পড়ুন

এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে এই পুরস্কারের জন্য এমবাপ্পেকে ভোট দেননি দুই ফরাসি তারকা করিম বেনজেমা ও এনগালো কান্তে। বেনজেমা তাঁর ভোট দিয়েছেন কামাভিঙ্গা, ব্র্যাডলি বারকোলা এবং ওয়ারেন জাইরে-এমেরিকে।

অন্য দিকে কান্তে তাঁর ভোট দিয়েছেন সালিবা, জুলস কুন্দে এবং কামাভিঙ্গাকে। তবে এ দুজনের ভোট না পেয়েও সব মিলিয়ে বাজিমাত করেছেন এমবাপ্পেই। আর্সেনাল ডিফেন্ডারকে তিনি পেছনে ফেলেছেন ৫ ভোটে। এমবাপ্পের ৫৬ ভোটের বিপরীতে সালিবা পেয়েছে ৫১ ভোট।