‘আমার আছে বিশ্বকাপ ও কোপা আমেরিকা, তোমার কিছু নেই’, রদ্রিগোকে খোঁচা পারেদেসের

পারেদেস–এনজোদের উল্লাসএএফপি

ব্রাজিলের ফুটবলারদের দাপট দেখা গেল মাঠে নামার আগেই। খেলা শুরুর পর মাঠে আর্জেন্টাইনরাই ছড়ি ঘুরিয়েছে। ৪-১ গোলের বড় ব্যবধানে তো জিতেছেই, সঙ্গে মাঠে সুযোগ পেলেই ব্রাজিলের খেলোয়াড়দের কড়া কথা শুনিয়ে দিয়েছেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা।

কথার লড়াই শুরু হয়েছিল ব্রাজিলের পক্ষ থেকে। ম্যাচের আগে রাফিনিয়া মাঠে ও মাঠের বাইরে আর্জেন্টিনাকে ‘গুঁড়িয়ে দেওয়া’র কথা বলেন। সেই কথার রেশ দেখা গেছে ম্যাচে।

ম্যাচের ৩৮ মিনিটে নিকোলাস তালিয়াফিকোর ফাউলের শিকার হয়ে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন রাফিনিয়া। এরপর রাফিনিয়ার দিকে তেড়ে যান আর্জেন্টিনার কয়েক ফুটবলার। সেখানে ওতামেন্দি রাফিনিয়াকে কম কথা বলতে বলেন।

এ ঘটনায় কথার দ্বন্দ্বে জড়িয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড রদ্রিগো ও আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেসও। ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো পারদেসকে বলেছেন, ‘তুমি খুব খারাপ মানুষ।’ এর জবাবটা পারদেস দিয়েছেন বিশ্বকাপ ও কোপা আমেরিকা নিয়ে খোঁচা, ‘আমার একটি বিশ্বকাপ ও দুটো কোপা আমেরিকা আছে। তোমার কিছু নেই।’

২০২১ ও ২০২৪ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা ও ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পারদেস। একটু বড়াই তো করতেই পারেন!

আরও পড়ুন

আজ ব্রাজিলের রক্ষণকে পুরো ম্যাচে চাপে রেখেছিলেন হুলিয়ান আলভারেজ। ৪ মিনিটে ম্যাচের প্রথম গোলও এসেছে তাঁর কাছ থেকেই। ম্যাচ শেষে ব্রাজিলকে খোঁচা মারেন হুলিয়ান আলভারেজও।

তিনি বলেছেন, ‘ম্যাচের আগে তারা যে কথা বলেছে, যেভাবে বলেছে, তা এই ম্যাচের পরিবেশকে উত্তপ্ত করেছে। তবে আমরা আমাদের কাজটা করেছি, দারুণ একটা ম্যাচ খেলেছি। আমরা ওদের নাচিয়ে ছাড়লাম। দল থেকে আমাকে দলকে সাহায্য করার কথা বলা হয়, যেটা আমি সব সময়ই করি। যখন খেলি দলের জন্য খেলতে চাই। স্কালোনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন। ৪-১ ব্যবধানের জয়, এটা ঐতিহাসিক। ঘরের মাঠে দারুণ ম্যাচ খেলেছি। বিশ্বকাপেও পৌঁছে গেছি।’

আরও পড়ুন