মেসি–দি মারিয়াকে নিয়েই কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা
আর মাত্র এক মাস। এরপরই মাঠে গড়াবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকা। ব্রাজিল-মেক্সিকোর মতো দলগুলো কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করলেও এখনো অপেক্ষায় রেখেছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা আজ ২৯ সদস্যের দল ঘোষণা করলেও সেটি মূলত কোপার আগে প্রস্তুতি ম্যাচের দল। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দেখেই হয়তো ২৬ সদস্যের পূর্ণ স্কোয়াড ঘোষণা করবেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
কোপা আমেরিকা সামনে রেখে বর্তমান চ্যাম্পিয়নরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। ৯ জুন শিকাগোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর ও ১৪ জুন মেসিরা ওয়াশিংটন ডিসিতে খেলবেন গুয়েতেমালার বিপক্ষে।
আজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ নিজেদের হ্যান্ডলে এই স্কোয়াড ঘোষণা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। স্কোয়াডে অবশ্য বড় চমক নেই। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার এ দলে মূলত অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের সমন্বয় রাখার চেষ্টা করা হয়েছে। তবে দলে জায়গা হয়নি বিশ্বকাপজয়ী দলের সদস্য এএস রোমা তারকা পাওলো দিবালার। এ ছাড়া মার্শেই সেন্টার ব্যাক লিওনার্দো বালের্দির অন্তর্ভুক্তিও চমক দিয়েছে অনেককে।
আগামী ২০ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা ও কানাডার সঙ্গী হিসেবে গ্রুপ ‘এ’তে আছে পেরু ও চিলি। ২৫ জুন পেরুর বিপক্ষে এবং ২৯ জুন চিলির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, জেরেনিমো রুলি, এমিলিয়ানো মার্তিনেজ। ডিফেন্ডার: গনজালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেয়া, লুকাস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বারকো। মিডফিল্ডার: গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এজেকুয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো। ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া, ভ্যালেন্টিন কার্বনি, লিওনেল মেসি, আনহেল কোরেয়া, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।