৩৮ বছর পর উত্তর লন্ডন ডার্বিতে কেন অ্যাওয়ে জার্সি পরবে আর্সেনাল

চলতি মৌসুমের প্রথম ডার্বি ম্যাচটি খেলতে টটেনহামের মাঠে যাবে আর্সেনালআর্সেনাল ওয়েবসাইট

ইংলিশ ফুটবলে আলোচিত দ্বৈরথগুলোর অন্যতম ‘উত্তর লন্ডন ডার্বি’। হাই ভোল্টেজ এই ম্যাচে মুখোমুখি হয় দুই নগরপ্রতিদ্বন্দ্বী আর্সেনাল ও টটেনহাম। রোববার প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের প্রথম ডার্বি ম্যাচটি খেলতে টটেনহামের মাঠে যাবে আর্সেনাল। তবে এবারের ডার্বিতে ভিন্ন এক রূপে দেখা যাবে আর্সেনালকে, যে রূপে গত ৩৮ বছরে আর দেখা যায়নি দলটিকে।

আরও পড়ুন

টটেনহামের বিপক্ষে তাদের মাঠে খেলার সময় আর্সেনাল সাধারণত নিজেদের মাঠে পরা জার্সি পরেই খেলতে নামে। দুই দলের জার্সির রং একেবারে ভিন্ন হওয়ায় এ নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি। আর্সেনালের হোম জার্সিতে সাধারণ লালের আধিক্য থাকে আর টটেনহামের জার্সিতে থাকে সাদার আধিক্য।

তবে চলতি মৌসুমে আর্সেনালের হোম জার্সিতেও সাদার ছাপ বেশি। হঠাৎ চোখ পড়লে সাদা রংটাই বেশি চোখে পড়ে। যে কারণে আর্সেনালের এবারের হোম জার্সিটি টটেনহামের মাঠে পরার অনুমতি দেয়নি প্রফেশনাল গেম ম্যাচ অফিশিয়াল লিমিটেড (পিজিএমওএল)। ফলে ৩৮ বছর পর এবারই প্রথম অ্যাওয়ে জার্সি পরে খেলতে হবে ‘গানার’দের। এর আগে ১৯৮৫-৮৬ মৌসুমে উত্তর লন্ডন ডার্বিতে অ্যাওয়ে জার্সি পরেছিল আর্সেনাল।

আর্সেনালের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পিজিএমওএল এবং প্রিমিয়ার লিগ রায় দিয়েছে যে আমাদের ২০২৪-২৫ মৌসুমের হোম কিটে অনেক বেশি সাদার আধিক্য। যা টটেনহামের ঐতিহ্যবাহী রঙের (সাদা) সঙ্গে সাংঘর্ষিক। এমনকি লাল শর্টস ও লাল মোজা থাকলেও (হবে না)। এটা নিয়েও আমরা আলাপ করেছি। এর ফলে প্রথমবারের মতো নর্থ লন্ডন ডার্বির ইতিহাসে আমরা আমাদের পরিবর্তিত রঙে জার্সি পরে খেলব।’

আরও পড়ুন

আর্সেনালের এবারের অ্যাওয়ে জার্সিতে কালো রঙের ছাপ বেশি। এর সঙ্গে সবুজ ও লালের পাশাপাশি আছে ধূসরের ছোঁয়াও। এই জার্সি পরেই রোববার মাঠে নামবে তারা। আর প্রতিপক্ষ টটেনহামের পরনে থাকবে নিজেদের পরিচয়ের অংশ হয়ে যাওয়া সাদা জার্সি, নেভি ব্লু শর্টস ও সাদা মোজা।

প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকায় তৃতীয় রাউন্ড পর্যন্ত ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টটেনহাম ১০ নম্বরে। ৯ পয়েন্ট করে নিয়ে এক ও দুইয়ে অবস্থান ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের।