কেমন হলো পিএসজির শিরোপা উৎসব

গতকাল রাতে পার্ক দ্য প্রিন্সেসে অঁজেরকে ১-০ গোলে হারিয়ে ৬ ম্যাচ হাতে রেখেই লিগ আঁ জিতেছে পিএসজি। গত ১৩ বছরে এটি দলটির ১১তম শিরোপা, কোচ লুইস এনরিকের অধীন টানা দ্বিতীয়। ঘরের মাঠে শিরোপা নিশ্চিতের পর কেমন ছিল পিএসজির উৎসব?
১ / ১১
দল আজ চ্যাম্পিয়ন হবে, দেখতে গ্যালারি ভরিয়ে ফেলেছেন সমর্থকেরা
পিএসজি ওয়েবসাইট
২ / ১১
শিরোপা উৎসবে আগুন, ধোঁয়া, ড্রামের বাদ্য না থাকলে কি জমে?
রয়টার্স
৩ / ১১
রেফারির শেষ বাঁশির পর শিরোপা উৎসব শুরু। কিন্তু সবাই কাঁধে হাত রেখে উদ্‌যাপন শুরু করতে না করতেই কে যেন একটা লাথি দিয়ে বসলেন গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে
রয়টার্স
৪ / ১১
আমিও জিতেছি—এমনটাই কি বোঝাতে চাইলেন লুইস এনরিকে
রয়টার্স
৫ / ১১
মাঠে খেলেন ফুটবলাররা, যিনি তাঁদের খেলান, সেই কোচই দিনশেষে হয়ে ওঠে উৎসবের মধ্যমণি। যেমনটা লুইস এনরিকেকে নিয়ে আনন্দে মাতলেন পিএসজির খেলোয়াড়েরা
রয়টার্স
৬ / ১১
মৌসুমজুড়ে যাঁরা সঙ্গে ছিলেন, সেই সমর্থকদের কাছে না গেলে কীভাবে হয়!
রয়টার্স
৭ / ১১
লিগ শিরোপা জয়ের দিনে পিএসজির হয়ে গোল করেছেন দিজেরে দোয়ে। ক্লাবের স্টাফদের উৎসবের কেন্দ্রে থাকলেন এই ফরাসি উইঙ্গার
রয়টার্স
৮ / ১১
খেলোয়াড়দের উদ্‌যাপনের পর মাঠে নামেন তাঁদের পরিবারের সদস্যরাও
রয়টার্স
৯ / ১১
সন্তানদের নিয়েই দর্শকের সঙ্গে সাক্ষাৎ মারকিনিওসের
পিএসজি ওয়েবসাইট
১০ / ১১
ভালোবাসা প্রকাশে চুমু হয়, চুমু হয় আনন্দে, উচ্ছ্বাসেও। লিগ আঁ জয়ের পর যেমন জোয়াও নেবেস চুমু খেলেন সঙ্গী মাদালেনা অ্যারাগাওয়ের ঠোঁটে
রয়টার্স
১১ / ১১
পার্ক দ্য প্রিন্সেসে ছিল ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি, যা নিয়ে দর্শকেরাও ছিলেন আগ্রহী। জুনে এই টুর্নামেন্টও নিশ্চয়ই জিততে চাইবে পিএসজি।
পিএসজি ওয়েবসাইট