সাবিনাদের সাফল্য মোরছালিনদেরও প্রেরণা

বাংলাদেশ দলের ফরোয়ার্ড শেখ মোরছালিনছবি: শামসুল হক

সাফ শিরোপা ধরে রেখে কাঠমান্ডু থেকে কদিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মেয়েদের এই সাফল্যে উদ্বেলিত সারা দেশ। চারদিকে চলছে সাবিনা খাতুনদের প্রশংসা।

উল্টো দিকে বাংলাদেশ পুরুষ ফুটবল দল নিয়ে হতাশা যেন কাটছেই না। ২০০৩ সালে সাফ জেতার পর এই টুর্নামেন্টে আর ট্রফি ঘরে তুলতে পারেননি ছেলেরা। ২১ বছর ধরে সাফল্য–খরায় ভোগা ছেলেদের দল একটু হলেও চাপে পড়ে গেছে মেয়েদের সাফল্যে।

তবে চাপ এক পাশে রেখে মেয়েদের সাফল্যকে প্রেরণা হিসেবে নিতে চান ছেলেরা। তরুণ ফরোয়ার্ড শেখ মোরছালিন তেমনটাই বলছেন।

১৩ ও ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের সঙ্গে দুটি ফিফা প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৭ জনের প্রাথমিক দলে আছেন এই ফরোয়ার্ড। আজ তিনি ক্যাম্পে যোগ দিয়েছেন।

মেয়েদের সাফল্যে কোনো চাপ অনুভব করছেন কি না, জানতে চাইলে মোরছালিন প্রথম আলোকে বলছিলেন, ‘মেয়েরা ভালো করেছে, চ্যাম্পিয়ন হয়েছে। অবশ্যই আমাদেরও ভালো করতে হবে। বলতে পারেন, মেয়েদের জয় আমাদের জন্য প্রেরণাও। ঘরের মাঠে খেলা। মালদ্বীপের সঙ্গে জয়ের কোনো বিকল্প দেখছি না। ফলে একটা চাপ তো আছেই।’

মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দুটি জিতলে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হবে বাংলাদেশের। সেটির সুবিধাও মিলতে পারে আগামী মাসে অনুষ্ঠেয় এশিয়ান কাপের বাছাইয়ের ড্রয়ে।

সম্প্রতি নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন বাংলাদেশের মেয়েরা
ছবি: বাফুফে

বর্তমানে র‍্যাঙ্কিং বিবেচনায় বাংলাদেশ পট-৪–এ অবস্থান করছে। মালদ্বীপের বিপক্ষে জিতলে পট-৩–এ আসার সম্ভাবনা তৈরি হবে। মোরছালিনের কথায়ও সেই সুর, ‘এশিয়ান কাপের বাছাইয়ে আমরা চার থেকে তিন নম্বর পটে আসতে চাই। পট–৩-এ আসতে হলে র‍্যাঙ্কিং বাড়াতে হবে। র‍্যাঙ্কিং বাড়াতে মালদ্বীপের বিপক্ষে পুরো ৬ পয়েন্ট দরকার।’

সর্বশেষ ভুটানের বিপক্ষে খেলা দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে পুরো সময় খেলেছেন ফরিদপুরের তরুণ শেখ মোরছালিন। দ্বিতীয়টিতে কোচ তাঁকে তুলে নেন শেষ দিকে। তবে কদিন আগেই থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের খেলা তিনটি ম্যাচেই মোরছালিন বদলি হিসেবে খেলেছেন শেষ দিকে। ক্লাবে বিদেশির ভিড়ে একাদশে তাঁর জায়গা হয় কমই।

ক্লাব দলে অতিরিক্ত তালিকায়, জাতীয় দলে একাদশে। মোরছালিনের জন্য দুই রকম অভিজ্ঞতাই হচ্ছে। জাতীয় দলের জার্সিতে ১২ ম্যাচে ৫ গোল করা এই ফরোয়ার্ড গত বছর সাফ চ্যাম্পিয়নশিপে নজর কেড়ে পাদপ্রদীপের আলোয় আসেন। ছোট্ট ক্যারিয়ারে অনেক কিছু দেখে ফেলেছেন এরই মধ্যে। ক্লাব ও জাতীয় দলে নিষিদ্ধ হয়েছেন। চোট-আঘাত পেরিয়ে খেলায় ফিরেছেন।

তবে সবকিছু পেছনে ফেলে মোরছালিনের চোখ সামনে, ‘ক্লাব বা জাতীয় দল, যেখানেই সুযোগ আসে, গোল করার চেষ্টা করি। গোল করানোর দিকেও লক্ষ্য থাকে। মালদ্বীপের বিপক্ষে কোচ সুযোগ দিলে অবশ্যই চাইব গোল করতে।’

সতীর্থদের সঙ্গে শেখ মোরছালিন (বাঁ থেকে তৃতীয়)
ছবি: শামসুল হক

মালদ্বীপ ম্যাচের জন্য কোচ ২৭ জন খেলোয়াড় ডেকেছেন ক্যাম্পে। কিংসের ১১ খেলোয়াড় আজ ক্যাম্পে আসায় কাল থেকে পুরো দল নিয়েই কিংস অ্যারেনায় অনুশীলনে নামতে পারছেন কোচ কাবরেরা।

মোরছালিন ছাড়াও আজ ক্যাম্পে যোগ দিয়েছেন কিংসের ফুটবলার তপু বর্মণ, আনিসুর রহমান, সাদ উদ্দিন, সোহেল রানা, মজিবর রহমান, চন্দন রায়, মেহেদী হাসান, ফয়সাল আহমেদ, রাব্বি হোসেন ও রাকিব হোসেন।