রোনালদোকে সম্মান দেখিয়ে নামাননি কোচ!

রোনালদোর হতাশা!ফাইল ছবি


তাহলে সম্মান দেখানোর নতুন পদ্ধতিই দেখালেন এরিক টেন হাগ। এমনই সে সম্মান—যাঁকে দেখিয়েছেন তাঁর তো বটেই, যাঁরা দেখেছেন–শুনেছেন, তাঁদেরও পছন্দ হওয়ার নয়। সাঁতারুকে সাঁতরাতে না দেওয়া বা দৌড়বিদকে দৌড়াতে না দেওয়া যেমন, ক্রিস্টিয়ানো রোনালদোকে খেলতে না দেওয়াও তেমনই। কাল ম্যানচেস্টার ডার্বিতে ঠিক এ কাজটিই করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।

ইতিহাদে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রোনালদোকে বদলির জন্য বেঞ্চে বসিয়ে রাখেন ইউনাইটেড কোচ। যেমনটি করেছিলেন লিগে আগের ছয় ম্যাচেও। ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকা এখন ছন্দে নেই—এমনটাই বলে এসেছেন টেন হাগ।

নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে শুরুর একাদশে বসিয়ে রাখায় তাই অবাক হননি তেমন কেউই। দ্বিতীয়ার্ধে যেকোনো সময় বদলি করা হবে, এমনটাই ভেবেছিলেন সবাই। কিন্তু ম্যাচ শেষের বাঁশি বাজতে দেখা গেল, রোনালদো এখনো বেঞ্চেই বসে আছেন।

ম্যান সিটির বিপক্ষে মাঠে নামার সুযোগ পাননি রোনালদো
ছবি: এএফপি

ম্যাচে তাঁকে ক্ষণিকের জন্যও নামাননি ইউনাইটেড কোচ। সিটির কাছে ৬–৩ ব্যবধানে বিধ্বস্ত হয় ইউনাইটেড। রোনালদোকে মাঠে নামালেও ব্যবধানে হয়তো খুব বেশি হেরফের হতো না। তাই বলে শতভাগ ফিট রোনালদো পুরোটা সময় বেঞ্চে বসে থাকবেন?

খেলা শেষে স্বাভাবিকভাবেই প্রশ্ন ধেয়ে গেল ইউনাইটেড কোচের প্রতি। প্রশ্নটি ছিল রোনালদোকে একেবারেই না নামানো নিয়ে, উল্টো নতুন বিস্ময়ই উপহার দিলেন ইউনাইটেড কোচ।

পাঁচবারের ব্যালন ডি’অর–জয়ীকে না খেলিয়ে সম্মান দেখানোর দাবি করেছেন তিনি, ‘ওর মহান ক্যারিয়ারের প্রতি সম্মান দেখাতে মাঠে নামাইনি।’ ম্যাচের প্রথমার্ধে ৪–০ ব্যবধানে পিছিয়ে ছিল ইউনাইটেড। বড় পরাজয় অবধারিত ধরে নিয়ে রোনালদোকে এর অংশ না করার ভাষ্য টেন হাগের মুখে।

ম্যানচেস্টার ডার্বিতে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইউনাইটেড খেলোয়াড়দের
ছবি: এএফপি

তবে খানিক পর অবশ্য আরেকটি কারণও দেখিয়েছেন, ‘(রোনালদো না নামানোর) আরেকটা কারণ অ্যান্থনি মার্শালকে খেলানোর সুবিধা নেওয়া। ওর মাঠে সময় দরকার ছিল। তবে বিষয়টিকে আমি ঠিক এভাবেও দেখাতে চাইছি না।’

রোনালদোকে না খেলানোর কারণ টেন হাগ যেভাবেই বর্ণনা করুন, ফুটবল বিশ্লেষকেরা বিষয়টিকে ভালোভাবে দেখছেন না। পর্তুগিজ তারকার সাবেক সতীর্থ রোনালদোকে অসম্মান করা হচ্ছে বলে মন্তব্য করেছেন। খেলার বিভিন্ন মুহূর্তে রোনালদোর মুখের অভিব্যক্তির ছবি প্রকাশ করে সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করছেন ‘সিআরসেভেন’–এর সমর্থকেরা।

আরও পড়ুন

তবে বৃহস্পতিবারই ফের ইউনাইটেডের জার্সিতে মাঠে দেখা যেতে পারে রোনালদোকে। সেদিন ইউরোপা লিগে সাইপ্রাসের ক্লাব ওমোনিয়ার বিপক্ষে খেলবে ইউনাইটেড। চলতি মৌসুমে এখন পর্যন্ত শুধু ইউরোপা লিগেই শুরুর একাদশে খেলেছেন রোনালদো। মৌসুমের একমাত্র গোলও ইউরোপিয়ান প্রতিযোগিতাতেই।

আরও পড়ুন