ক্যানসারের সঙ্গে লড়াই করা অধিনায়কের পাশে দাঁড়িয়ে মাথা ন্যাড়া করলেন সতীর্থরা

ক্যানসার আক্রান্ত মারকুস হেরমাএক্স

সুইডেনের পঞ্চম বিভাগের ক্লাব কালমার এআইকে এফকে পরিচিত কোনো ক্লাব নয়। নিজ দেশে লিগে ক্লাবটির অবস্থানই বলে দিচ্ছে, বৈশ্বিকভাবে তাদের সেভাবে কারও চেনার কথা নয়। এরপরও বিরল এক দৃষ্টান্ত স্থাপন করে আলোচনায় এল সুইডিশ ক্লাবটি।

ফুটবলে সতীর্থরাই যে সব এবং সবাই একে অপরের জন্য, সেই প্রমাণই দিলেন কালমারের সদস্যরা। দলের ক্যানসার আক্রান্ত সদস্যের সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে যেখানে পুরো দলই ন্যাড়া করে ফেলেছে নিজেদের মাথা। জানা গেছে, কালমারের অধিনায়ক মারকুস হেরমান ক্যানসারের সঙ্গে লড়ছেন। কিন্তু সেই লড়াই যে হেরমানের একার নয়, সেটি বোঝাতেই মাথা ন্যাড়া করেছেন দলের বাকি সদস্যরা। নিজেদের মাথা ন্যাড়া করার সেই ভিডিও দলের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এক্স–এ পোস্টও করেছেন তাঁরা।

আরও পড়ুন

মাথা ন্যাড়া করার এই ভিডিওটি প্রথম পোস্ট করা হয় ৭ আগস্ট। সে ভিডিওর ক্যাপশনে লেখা, ‘ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি।’ ভিডিওতে দেখা যায় দলের খেলোয়াড়েরা ট্রিমার দিয়ে নিজেদের মাথা ন্যাড়া করছেন। ১ মিনিট ১৩ সেকেন্ডের সেই ভিডিওতে এরপর ড্রেসিংরুমে ঢুকতে দেখা যায় হেরমানকে। সতীর্থদের দেখে এ সময় আবেগাক্রান্ত হয়ে পড়েন তিনি। সবাইকে জড়িয়ে ধরে কাঁদতেও দেখা যায় তাঁকে।

এরপর ধীরে ধীরে ভাইরাল হতে শুরু করে ভিডিওতে। গত কয়েক দিনে অনেকেই এই ভিডিও শেয়ার করেছেন। ফুটবল টুইট নামের একটি আইডি থেকে এই ভিডিও শেয়ার করে লেখা হয়, ‘কালমার এআইকের সব খেলোয়াড় নিজেদের ক্যানসার আক্রান্ত অধিনায়ক মারকুস হেরমানের সমর্থনের মাথা ন্যাড়া করে ফেলেছে।’ নো কনটেক্সট হিউম্যান নামে আরেকটি হ্যান্ডল লিখেছে, ‘কালমার এআইকের খেলোয়াড়েরা অসাধারণ এক উদ্যোগ নিয়েছে।’

আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হওয়ার পর এই ভিডিওটি এখন আরও ভাইরাল হয়েছে। অনেকে সতীর্থের প্রতি এই ভালোবাসার জন্য কালমারের খেলোয়াড়দের সাধুবাদও জানিয়েছেন।

পাশাপাশি ক্যানসার আক্রান্ত হেরমানে সাহায্য করতে একটি তহবিলও গঠন করেছে ক্লাবটি। এরই মধ্যে প্রচুর লোক সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছে। তহবিল সংগ্রহের পোস্টে দলের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘চলুন মারকুসকে (হেরমান) দেখায় যে সে একা নয়।’