২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বাংলাদেশকে হারিয়ে প্রতিজ্ঞা রাখল সেশেলস

জয়ের পর মঞ্চে সেশেলস খেলোয়াড়দের উদ্‌যাপনছবি: আনিস মাহমুদ

বাংলাদেশকে হারানোর প্রতিজ্ঞা পূরণ করেছে সেশেলস। আগের দিন সংবাদ সম্মেলনেই ‘বাংলাদেশকে আমরা হারাবোই’ প্রতিজ্ঞার কথা বলেছিলেন দলটির কোচ নেভিল বোথ। শেষ পর্যন্ত কথা রেখেছেন। আজ সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশকে ১-০ হারিয়েছে সেলেশস। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল একই ব্যবধানে। বাংলাদেশ-সেশেলস দুই ম্যাচে সিরিজটা শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হলো।

আরও পড়ুন

আজ ম্যাচের একমাত্র গোলটা সেশেলস পেয়েছে পেনাল্টিতে ৬০ মিনিটে। বাংলাদেশের বক্সের ওপর উড়ে আসা বল ক্লিয়ারের চেষ্টা করেন ডিফেন্ডার সাদ উদ্দিন। কিন্তু সেটা করতে গিয়ে তাঁর পা উঠে যায় সেশেলস ডিফেন্ডার ডেরিল লুইসের মাথার ওপর। বিপজ্জনক ট্যাকল। ভুটানি রেফারি পেনাল্টি দিতে ভুল করেননি।

পেনাল্টি কাজে লাগান সেশেলসের সেরা তারকা মাইকেল মানসিয়ানে। চেলসির হয়ে ৪টি ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই সেন্টারব্যাক বাংলাদেশ গোলকিপার আনিসুর রহমানকে সহজেই হারান মাথার খেলায়। মাঝখান দিয়ে আলেতো শটে বল পাঠান জালে। এই গোল উল্লাসে ভাসিয়েছে সেশেলকে।

হারে বিমর্ষ বাংলাদেশের খেলোয়াড়েরা
ছবি: আনিস মাহমুদ

অন্যদিকে বাংলাদেশের জন্য এটি বিব্রতকর হার। সাদ উদ্দিনের জন্য আরও বেশি। এর আগে শ্রীলঙ্কা রাজা পাকশে টুর্নামেন্টে হাত দিয়ে বল ঠেকিয়ে স্বাগতিকদের পেনাল্টি দেন সাদ। মালদ্বীপে গত সাফে নেপালের বিপক্ষেও একইভাবে তাঁর ফাউলে পেনাল্টি পেয়েছে নেপাল। পিছিয়ে থেকে শেষ সময়ে ১-১ করে ফাইনালে ওঠে নেপাল। আজ সাদ বাংলাদেশের হয়ে তৃতীয়বার পেনাল্টি দিলেন প্রতিপক্ষকে।

আরও পড়ুন
আরও পড়ুন

প্রথম ম্যাচের প্রথমার্ধের ২০-২৫ মিনিট যেমন ম্যাচটা নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ। আজ আর সেটা পারেনি। কখনো কখনো মনেই হয়নি বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলছে। খেলায় ছিল না তেমন পরিকল্পনার ছাপ। তবে গোলের সুযোগ তৈরি করেছে বেশ কয়েকটি। কিন্তু গোল করবেন কে!

অন্য দিকে সেশেলস খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি। কিন্তু কাজের কাজটা ঠিকই করছে। বাংলাদেশ জাতীয় দলকে তাদেরই মাঠে হারিয়ে যাচ্ছে। সেশেলসের ফুটবলে এটা বড় সাফল্যই। ২০২১ সালে শ্রীলঙ্কায় রাজা পাকশে চার জাতি ট্রফি জেতার পর ২০২২ সালে তারা কোনো আন্তর্জাতিক ম্যাচ জেতেনি। অবশেষে দেখল জয়ের মুখ। আজকের বিকেলটা স্মরণীয় সেশেলসের জন্য।

বল দখলের লড়াইয়ে বাংলাদেশ ও সেশেলসের দুই খেলোয়াড়
ছবি: আনিস মাহমুদ

বাংলাদেশ কোচ এদিন একাদশে রাখেননি অধিনায়ক জামাল ভূঁইয়াকে। তাঁর জায়গায় আসেন রবিউল হাসান। যিনি মাঝখানে হারিয়ে গিয়েছিলেন। কিন্তু রবিউল তেমন কোনো প্রভাব রাখতে পারেননি। গত ম্যাচের একাদশ থেকে আজ বাদ পড়েছেন ৭ বছর পর জাতীয় দলে ফেরা স্ট্রাইকার আমিনুর রহমান (সজীব)। একাদশে এসেছেন বসুন্ধরা কিংসের স্ট্রাইকার সুমন রেজা।

এ ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে ডিফেন্ডার আলমগীর মোল্লার। রাইট ব্যাক রিমন হোসেন মাংসপেশীকে টান পড়ায় ১৮ মিনিট মাঠে আসেন তরুণ আলমগীর। নেমেই দারণ এক ক্রস করেন। বলটা পড়ে রাকিব হোসেনের পায়ে। কিন্তু রাকিব বলে-পায়ে ঠিকমতো সংযোগেই ঘটাতে পারেননি। ফলে সহজ সুযোগ নষ্ট হয়েছে। রাকিব দ্বিতীয়ার্ধে এককভাবে বল নিয়ে ঢুকে পোস্টের ওপর দিয়ে মেরেছেন। এটিও সহজ সুযোগ।

আরও পড়ুন

প্রথমার্ধে বাংলাদেশের সেরা সুযোগ আগে যোগ করা সময়ে। পাল্টা আক্রমণে গোলের পরিস্থিতি তৈরি করেছিল বাংলাদেশ। ফিরতি বলে তপুর শট ফিস্ট করেন সেশেলস গোলকিপার।

ম্যাচ শেষে মঞ্চে বাংলাদেশ ও সেশেলস দল
ছবি: আনিস মাহমুদ

৫৭ মিনিটে জোড়া বদল আনে বাংলাদেশ। রবিউলের জায়গায় জামাল এবং মজিবর জনির জায়গায় আসে ইব্রাহিম। তিনি মাঠে এলে অধিনায়কের বন্ধনিটা তাঁকে দিয়ে দেন তপু। এলিটা এসে দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পাারেননি। শেষ পর্যন্ত হেরেই ছাড়তে হয়েছে মাঠ।

বাংলাদেশ দল

আনিসুর, রহমান, তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, রিমন হোসেন ( আলমগীর), মজিবর রহমান জনি ( ইব্রাহিম), রবিউল হাসান ( জামাল), সোহেল রানা, সোহেল রানা (জুনিয়র), রাকিব হোসেন ( কিংসলি), সুমন রেজা ( মতিন)