চ্যাম্পিয়নস লিগ: শেষ ষোলোর ড্র কাল, মুখোমুখি হতে পারে কারা
শেষ ষোলোর শেষ আটটি দলকে পেয়ে গেল উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ৩৬ দলের লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি উঠে যায় শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম ১৬টি দল খেলে প্লে-অফ। মঙ্গলবার ও বুধবার রাতে প্লে-অফ পর্বের দ্বিতীয় লেগ শেষে আটটি দল উঠে গেছে শেষ ষোলোতে।
এবার শেষ ষোলোর ড্রয়ের অপেক্ষা। অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। আগামীকাল শুক্রবারই যে ড্র। সুইজারল্যান্ডের নিওনে হাউস অব ইউরোপিয়ান ফুটবলে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ড্র অনুষ্ঠান।
ড্রতে সরাসরি শেষ ষোলোতে ওঠা আট দল বাছাই এবং প্লে-অফ খেলে ওঠা আট দলকে অবাছাই বিবেচনা করা হবে। তবে এবারের ড্র পুরোপুরি উন্মুক্ত নয়। লিগ পর্বের অবস্থান বিবেচনা করেই নকআউট পর্বের কাঠামো সাজিয়েছে উয়েফা। আর এ কারণেই শেষ ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দুটি দলের নাম জেনে গেছে ক্লাবগুলো। ওই দুই দলের কোনটিকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া যাবে ড্রতে, নির্ধারিত হবে সেটিই। এ মৌসুমে এরপর আর কোনো ড্র নেই। এরপর কে কোন পথে ফাইনালে যেতে পারে, তা নির্ধারিত হয়ে গেছে আগেই।
লিগ পর্বের শীর্ষ আট দল (বাছাই, বন্ধনীতে অবস্থান)
লিভারপুল (১), বার্সেলোনা (২), আর্সেনাল (৩), ইন্টার মিলান (৪), আতলেতিকো মাদ্রিদ (৫), বায়ার লেভারকুসেন (৬), লিল (৭) ও অ্যাস্টন ভিলা (৮)।
প্লে-অফের বিজয়ীরা (অবাছাই, বন্ধনীতে অবস্থান)
বরুসিয়া ডর্টমুন্ড (১০), রিয়াল মাদ্রিদ (১১), বায়ার্ন মিউনিখ (১২), পিএসভি (১৪), পিএসজি (১৫), বেনফিকা (১৬), ফেইনুর্ড (১৯) ও ক্লাব ব্রুগা (২৪)।
ড্র কোথায় দেখবেন
সনি স্পোর্টস টেন ২ চ্যানেলে সরাসরি দেখা যাবে। এ ছাড়া উয়েফার ওয়েবসাইটও সরাসরি সম্প্রচার করবে।
কীভাবে ড্র হবে
• লিগ পর্বের অবস্থান অনুযায়ী দলগুলোকে চারটি আলাদা ভাগে করা হয়েছে। যেমন ১ ও ২; ৩ ও ৪; ৫ ও ৬ এবং ৭ ও ৮। এর মানে হলো ১ ও ২ নম্বর দলের ফাইনালের আগে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। অন্য তিন জোড়ার জন্যও একই হিসাব।
• ১ ও ২ নম্বর লিভারপুল ও বার্সেলোনা সম্ভাব্য প্রতিপক্ষ ১৫ থেকে ১৮তম দল (টিকে আছে পিএসজি ও বেনফিকা)।
• ৩ ও ৪ নম্বর আর্সেনাল ও ইন্টার মিলানের সম্ভাব্য প্রতিপক্ষ ১৩, ১৪, ১৯ অথবা ২০তম দল (টিকে আছে পিএসভি ও ফেইনুর্ড)।
• ৫ ও ৬ নম্বর দল আতলেতিকো ও লেভারকুসেনের সম্ভাব্য প্রতিপক্ষ ১১, ১২, ২১ ও ২২ নম্বর দল (রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন টিকে আছে)।
• ৭ ও ৮ নম্বর দল লিল ও অ্যাস্টন ভিলার সম্ভাব্য প্রতিপক্ষ ৯, ১০, ২৩ ও ২৪তম দল (টিকে আছে ব্রুগা ও ডর্টমুন্ড)।
শেষ ষোলোর লাইনআপ
লিভারপুল/বার্সেলোনা-পিএসজি
লিভারপুল/বার্সেলোনা-বেনফিকা
লিল/অ্যাস্টন ভিলা-ক্লাব ব্রুগা
লিল/অ্যাস্টন ভিলা-বরুসিয়া ডর্টমুন্ড
আতলেতিকো/লেভারকুসেন-রিয়াল মাদ্রিদ
আতলেতিকো/লেভারকুসেন-বায়ার্ন মিউনিখ
আর্সেনাল/ইন্টার মিলান-পিএসভি
আর্সেনাল/ইন্টার মিলান-ফেইনুর্ড
কোয়ার্টার ফাইনাল
১ (লিভারপুল/বার্সেলোনা-পিএসজি: লিল/অ্যাস্টন ভিলা-ক্লাব ব্রুগা)
২ (আতলেতিকো/লেভারকুসেন-রিয়াল মাদ্রিদ: আর্সেনাল/ইন্টার মিলান-পিএসভি)
৩ (লিভারপুল/বার্সেলোনা-বেনফিকা: লিল/অ্যাস্টন ভিলা-বরুসিয়া ডর্টমুন্ড)
৪ (আতলেতিকো/লেভারকুসেন-বায়ার্ন মিউনিখ: আর্সেনাল/ইন্টার মিলান-ফেইনুর্ড)
সেমিফাইনাল
কোয়ার্টার ফাইনাল (১)- কোয়ার্টার ফাইনাল (২)
কোয়ার্টার ফাইনাল (৩)- কোয়ার্টার ফাইনাল (৪)
কবে কোন পর্ব
শেষ ষোলো: ৪-৫ ও ১১-১২ মার্চ
কোয়ার্টার ফাইনাল: ৮-৯ ও ১৫-১৬ এপ্রিল
সেমিফাইনাল: ২৯-৩০ এপ্রিল ও ৬-৭ মে
ফাইনাল: ৩১ মে (মিউনিখ)